কল্লোল আহমেদ, লালমনিরহাটঃ লালমনিরহাটে পারিবারিক বিরোধের জেরে এক মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। রোববার (৫ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ১টার দিকে সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের পশ্চিম শিবরাম গ্রামে মানসিক ভারসাম্যহীন ছেলে নিমাই চন্দ্র কর্মকার (৩৫) নিজ মাকে সুশীলা রানী কর্মকার (৬৫)-কে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সুশীলা রানী কর্মকারের ছেলে নিমাই চন্দ্র কর্মকার পারিবারিক কলহের জেরে অতর্কিতভাবে লোহার রড দিয়ে মায়ের মাথা ও শরীরে উপর্যুপরি আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় আসামির ভাই আগাইলে তাকেও আহত করা হয়। পরিবারের সদস্যরা দ্রুত আহত সুশীলা রানীকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম-এর নির্দেশনায়, লালমনিরহাট সদর থানার এসআই (নিঃ) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় অফিসারদের নিয়ে অভিযান চালিয়ে বড়বাড়ী এলাকা থেকে হত্যাকারী ছেলে নিমাই চন্দ্র কর্মকারকে গ্রেফতার করেন।
এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মামলা নং-১২, জিআর নং-৫৯২, তারিখ ০৫ অক্টোবর ২০২৫, ধারা ৩০২ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী হত্যা মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত নিমাই চন্দ্র কর্মকার দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং পূর্বে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।
বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।