1. dainiklalmoniralolive@gmail.com : দৈনিক লালমনির আলো : দৈনিক লালমনির আলো
  2. info@www.dainiklalmoniralo.live : দৈনিক লালমনির আলো :
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে জামাতের এমপি প্রার্থীর ব্যানারে আগুন, বিক্ষোভ মিছিল ও সমাবেশঃ জামায়াত নেতার কড়া বক্তব্যে সমালোচনার ঝড় কালীপূজা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ৩ দিন বন্ধঃ তিনিই নেতা-তিনিই সরকার-এমন দাবিতে এলাকায় দাপট দেখানো শ্রমিকদল নেতা ইয়াবাসহ আটক বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশের বিরুদ্ধে হয়রানি ও ঘুষ গ্রহনের অভিযোগ তিস্তায় বালু উত্তোলন, একজনের কারাদণ্ডঃ গাজীপুরে অর্থ আত্মসাধ মামলায় আত্মসমর্পণ করে বিএনপি নেতা ও সাবেক নির্বাহী প্রকৌশলীসহ তিনজন কারাগারে পাটগ্রামে অবৈধ বালু উত্তোলনে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব ম্যানেজার উধাও,১ কোটি ৪২ লাখ টাকার দূর্নীতি,আনসার ভিডিপি ব্যাংক সেনবাগ শাখায়

সীমান্তবর্তী পূজা মণ্ডপে কড়া নজরদারিতে ১৫ বিজিবি ব্যাটালিয়ন

কল্লোল আহমেদঃ
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

কল্লোল আহমেদঃ ১৪৫টি পূজা মণ্ডপে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর পদক্ষেপ নিয়েছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।

দায়িত্বপূর্ণ সীমান্তের ৮ কিলোমিটারের ভেতরে লালমনিরহাট জেলার ৮৭টি ও কুড়িগ্রাম জেলার ৫৮টি—মোট ১৪৫টি পূজা মণ্ডপকে নিরাপত্তার আওতায় আনা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর থেকে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক টহল, গোয়েন্দা নজরদারি ও নিয়মিত পরিদর্শন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

১৫ বিজিবির আওতাধীন ১৭টি বিওপির দায়িত্বপ্রাপ্ত সদস্যরা সীমান্তবর্তী প্রত্যেকটি পূজা মণ্ডপে বিশেষ নজরদারি চালাচ্ছেন। এর ফলে পূজা উদযাপন কমিটির সভাপতি, সম্পাদকসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা গভীর সন্তোষ প্রকাশ করেছেন এবং বিজিবির প্রতি আস্থা জ্ঞাপন করেছেন। তারা মনে করছেন, বিজিবির এমন তৎপরতায় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

এরই অংশ হিসেবে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি সীমান্তবর্তী দুরাকুটি দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমান্ডিং অফিসার বলেন লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী মোট ১৪৫টি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিজিবির টহল দল সর্বদা প্রস্তুত রয়েছে। প্রতিমা বিসর্জন পর্যন্ত এ তৎপরতা অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকায় দুর্গাপূজা চলাকালীন সময়ে যাতে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট না হয় এবং শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করা যায়, সে ব্যাপারে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা জানান, সীমান্ত এলাকায় পূজা চলাকালে আগে তাদের মাঝে ভীতির সঞ্চার হতো। তবে এবারের দুর্গোৎসবে বিজিবির কঠোর নজরদারি তাদের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ তৈরি করেছে। তারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়—এজন্য প্রশাসনের পাশাপাশি বিজিবির কঠোর নিরাপত্তা বলয় উৎসবের আনন্দ বাড়িয়ে দিয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট