1. dainiklalmoniralolive@gmail.com : দৈনিক লালমনির আলো : দৈনিক লালমনির আলো
  2. info@www.dainiklalmoniralo.live : দৈনিক লালমনির আলো :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে ৩৮০০ পিচ ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ও আরিফ গ্রেপ্তার পাটগ্রাম ও হাতীবান্ধার মানুষের প্রিয় মুখ ব্যারিস্টার হাসান রাজীব প্রধান নারীদের অন্তর্ভুক্ত করলে ইসলামকে টানে না করলে রক্ষণশীলঃ আব্দুল হালিম চৌধুরীরহাট যুবসংঘ” কতৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয় বিজিবির বিশেষ অভিযানে ইস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দঃ কালীগঞ্জে ইয়াবা ও গাজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন মৌলভীবাজার সাবেক জেলা জামায়াতের আমীর পলাশের ডাংগায় মোবারকের বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট পাটগ্রামে মৃত ব্যক্তির স্বাক্ষর জাল করে বিস্ফোরক লাইসেন্স নবায়ন বালিয়াডাঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মর্মান্তিক মৃত্যু

পাটগ্রাম ও হাতীবান্ধার মানুষের প্রিয় মুখ ব্যারিস্টার হাসান রাজীব প্রধান

আঃ সামাদ বিশেষ প্রতিনিধি।।
  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

আঃ সামাদ বিশেষ প্রতিনিধিঃ

লালমনিরহাট (০১) পাটগ্রাম হাতীবান্ধা আসনের গণমানুষের নেতা নির্যাতিত নিপিড়িত মানুষের বন্ধু ও লালমনিরহাট জেলা বিএনপির দুর্দিনের পরম মিত্র ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

২০১২ -১৩ খ্রিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাটগ্রাম উপজেলা শাখা বিএনপি হাতীবান্ধা উপজেলা শাখা সহ বাংলাদেশব্যাপী মাফিয়া অবৈধ সরকার কর্তৃক বিরোধী দল নির্মূল কর্মসুচী অব্যহত তখন বিশেষ করে বিএনপির নেতাকর্মীর উপর জুলুম নির্যাতন,গুম খুন প্রতারণা বিচার বহির্ভুত হত্যা, মিথ্যা মামলা সহ নানা রকম নির্যাতনে ভয়াবহ পরিস্থিতিতে দেশের আপামর জনগণ।
বিএনপিকে নিয়ে যখন হতাশ প্রায় বাঙ্গালী জাতী,কারন বিএনপি নিধনের যে নারকীয় তাণ্ডব শুরু করেছিল সরকার গুম খুন মামলা হামলায় জর্জরিত প্রতিটি নাগরিক বর্বরচিত নির্যাতন নিপিড়নে নিষ্পেষিত দলীয় নেতাকর্মী,নেতৃত্বহীনতায় পড়ে পর্যুদস্ত বৃহত্তম রাজনৈতিক সংগঠন বিএনপি।

২০১২ থেকে ২০২৪ খ্রিঃ পর্যন্ত ঠিক সেই সময় গুলোতে,বিএনপি যখন নেতৃত্বহীন অবস্থায় পতিত প্রায়, ঠিক তখনি তিনি ছুটে এসেছেন নিজ পৈতৃক ভুমিতে আর তার পূর্বশুরিদের পারিবারিক রাজনৈতিক বিশ্বাসের ধারাক্রমে দায়িত্বভার নিজ কাধেঁ তুলে নিয়েছেন আর চলমান অক্লান্ত পরিশ্রম করে চষে বেড়িয়েছেন মাঠে প্রান্তরে প্রত্যন্ত গ্রামে গঞ্জে মিশেছেন সকল পেশা বয়সের মানুষের সাথে মন দিয়ে শুনেছেন মানুষের দুঃখ বেদনার কথা আশার কথা তাদের স্বপ্নের কথা।

সর্বোপরি মানুষের সাথে তার অমায়িক ব্যবহার হাঁসিমাখা মুখের কুশলাদী ও বিনয়ী ব্যাক্তিত্ব তাকে এলাকার গণমানুষের মনে জনপ্রিয়তা শীর্ষে স্থান করে দিয়েছে।

বিপদে আপদে জনগণের দুঃসময়ে পাশে থেকে সমস্যা সমাধানে ব্যয় করেছেন তার অতি মূল্যবান সময় তিনি সামাজিক ভাবে জনকল্যাণার্থে প্রতিনিয়ত কাজ করে চলেছেন অবিরত। তাছাড়া বিপদগ্রস্ত গরীব কর্মী সমর্থকদের দুরারোগ্য রোগের চিকিৎসা খরচ শিক্ষাবৃত্তি সহ নানা ভাবে দরিদ্র পরিবারের মধ্যে র্আর্থিক সহায়তা প্রদান করে অবদান রেখে চলেছেন তিনি।

যিনি তার বলিষ্ঠ কণ্ঠস্বর ও সাহসী
ভূমিকার মাধ্যমে কঠোর কর্মসুচীর আহবান করেছেন নিরবিচ্ছিন্ন ভাবে এবং সফল ও সার্থক হয়েছেন রাজনীতির মাঠে।

নিজমুখেে বক্তৃতা প্রদান কালে ও বিভিন্ন আলাপচারিতায় প্রচারনা চালিয়ে বেড়িয়েছেন সেই আদর্শের কথা বলতে বলতে -বলেছেন ন্যায়পরায়ণতা ও সুবিচারে দৃষ্টান্ত স্থাপনকারী শহীদ জিয়ার নীতি আদর্শের কথা।

যিনি স্বপ্নের সিঁড়ি বেয়ে সফলতার স্বর্ন শিখরে আহরণ করেছেন তিনি সেই মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সফলতার গল্প শুনিয়েছেন এলাকার প্রতিটি ঘরের কড়া নাড়িয়ে। শহীদ জিয়ার পরিবার তথা বিএনপি পরিবারের আন্দোলন সংগ্রামে সকলকে একতাবদ্ধ থাকার আহবান গণমানুষের কানে কানে পৌঁছে দিয়েছেন ব্যারিস্টার হাসান রাজীব প্রধান

বীরত্বপুর্ন এক সফল মানুষের বিস্ময়কর রাজনৈতিক জীবন কাহিনী, যা কিনা শতাব্দী পেরিয়ে ওপারেও অম্লান হয়ে থাকবে চিরকাল বাঙ্গালী প্রতিটি হৃদয়ে।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

হে মহান নেতা জিয়াউর রহমান তোমার রেখে যাওয়া কর্মেই জাগ্রত আছে তোমার নীতি আদর্শের কথপোকথন,
তাই তো তুমি ছিলে বীর উওম।

জনগণের উদ্দেশ্যে এসব বলতে বলতে তিনিও শহীদ জিয়ার মত অধিকার হারানো অসহায় দরিদ্র মানুষের পক্ষে রুখে দাঁড়িয়েছেন সবসময় সকল দুঃসময়ে।

আওয়ামী মাফিয়ালীগের অবৈধ দানবীয় অপশক্তির বিরুদ্ধে এবং নেতাকর্মীদের হারানো অধিকার আদায়ের পক্ষে লড়েছেন উচ্চ আদালতে লড়েছেন সরকার পতনের আন্দোলনে কঠোর কর্মসুচীতে হরতালে অবরোধে ঝাঁঝালো মিছিলের স্লোগানে স্লোগানে।

তিনি ঘোষনা দিয়েছিলেন গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে ইনশাআল্লাহ। আপনারা ঐক্যবদ্ধ থাকুন।

গত ৫ আগস্ট ২০২৪ খ্রিঃ গণঅভ্যুত্থানে তার রাজনৈতিক প্রঞ্জার প্রমাণ মিলেছে বৈকিঃ সত্য প্রমাণিত হয়েছে তার দেওয়া ভবিষৎবাণী প্রমাণিত হওয়ায় আজ তিনি স্বয়ংক্রিয় ভাবে জনগণের হৃদয়ের গভীরে স্থান পেয়েছেন আপন মানুষের জায়গায়। প্রিয়নেতায় আবির্ভূত হয়েছেন জননেতা ব্যারিস্টার হাসান রাজীব প্রধান
সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি।

লেখক: প্রকৌশলী মোঃ রিয়াজুল আলম মিঠু
যুগ্ম আহ্বায়ক যুবদল পাটগ্রাম উপজেলা শাখা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট