মোঃ নুরুজ্জামান ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী
উপজেলা প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের দক্ষিণ বিশ্রামপুর খাকিয়া পাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পহির উদ্দীন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
তিনি ফজরের নামাজ শেষে বাড়ি ফিরে ইজিবাইকের চার্জার খুলতে গেলে বিদ্যুতের শটে মৃত্যু হয়।
স্থানীয়রা দ্রুত তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পহির উদ্দীন মৃত আবদুল লতিফের ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
বালিয়াডাঙ্গী থানা তদন্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন
পরিবারের কোনো অভিযোগ না থাকায় আদালতের অনুমতি ছাড়াই দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাধারণ মানুষ বিদ্যুৎ ব্যবহার ও চার্জার মেশিন ব্যবহারে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।