1. dainiklalmoniralolive@gmail.com : দৈনিক লালমনির আলো : দৈনিক লালমনির আলো
  2. info@www.dainiklalmoniralo.live : দৈনিক লালমনির আলো :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে প্যারাসিট্যামলের অভাবে জেলখানায় বছরের পর বছর বিনা চিকিৎসায় ছিলেন জেলা বিএনপি তাদের মূল্যায়ন করবেন পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড কালীগঞ্জে জুলাই অভ্যুত্থানের বর্ষপূতিতে শহীদ জাকারিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ কালীগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বিএনপির বিজয় র‍্যালি জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট সদর উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পাটগ্রামে লাইসেন্স ব্যতীত পেট্রোলিয়াম ব্যবসা করায় অর্থদণ্ড আগামী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণে করণীয় শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত কবিতা

কবিতা

আঃ সামাদ বিশেষ প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

কোটা ৫৬
 মোঃ রেয়াজুল আলম

Digital এর দেশ গড়তে
নয়তো বই খাতা
স্কুল কলেজ লেখাপড়া
আর লাগে না দাদা!
ভোট চুরিতে এমপি মন্ত্রী
কোটায় পাবে ঘোড়া হাতী
প্রশ্ন ফাঁসেই মানুষ হবে জাতী।

দাদা বউদি Smart হবে
তাইতেো সবাই জানি।

বন্ধ ঘরে অন্ধ হয়ে
জাতী এবার করবে পড়াশুনা।

আজব রাজার গজব দেখি! একি
গভীর রাতে Versity তে
হায়েনাদের গুলি।
কোমলমতি প্রাণ ঝরিয়ে
জীবন নিয়ে শাসন চলে
কি ভয়ানক রীতিনীতি দেশে।

অবিরত রক্ত ঝড়ায়
সরকারী ঢাক ঢোলে।
সাহস কত?!
বীর বাঙ্গালীর বুকে খঁত।
রক্তে ভেজা বুলেট গাথা
আমার ভাইয়ের ছটফটিয়ে মরা।
গর্জে উঠ শ্লোগান তোল
প্রতিবাদী কণ্ঠ রুঢ় করে।
হাত উঁচিয়ে মশাল এবার
জ্বালাও রাজপথে।

প্রশ্ন ফাঁসের একি দশা
দূর্নীতিতে পাহাড় সমান
অট্টালিকা গড়া ।

দেশটা কারও বাবার
টাকায়
হয়নি সেদিন কেনা।

রক্ত দিয়ে যুদ্ধ করে
জীবন দিয়ে বিজয়ীরা
স্বাধীন করেন ভুমি।

প্রতিদানে চায়নি কিছু!
দেশের মানুষ সবাই মিলে
মুক্তি পাব শুধু ।

সমান সমান সবাই পাবে
সকল জনগণে।
বঞ্চিত কেউ থাকবে না আর
আমার মায়ের দেশে।

তবে কেন রক্তমাখা
লাশের মিছিল ফিরলো
বাংলাদেশে।

যাদুর শহর ঢাকা শহর
যেমনি নাচাঁও তুমি

যুগযুগান্তে বজ্র কন্ঠে
আওয়াজ উঠেছে ভেঁসে।

বায়ান্নতে ভাষার তরে
জাতীর গর্ব প্রাণের বিজয়
জীবন দিয়ে নেয়া।

মোদের গরব মোদের আশা
আ ম রি বাংলাভাষা।
জয় করেছেন যাঁরা।
মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে
করেনি তো দ্বিধা।

অকাতরে প্রাণ দিয়েছেন
নত হয়নি জাতী
যুদ্ধ করে রক্ত দিয়ে
জয় করেছেন মাটি।

শান্তিপ্রিয় বীর ছেলেরা
মানবে না তো বাধা
অন্যায় কে রুখে দেবে।

শক্ত হাতে দেশটা আবার
জয় করিব গণতন্ত্র দিয়ে।
RAMS News & politics

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট