মোহাম্মদ উল্লাহ সেনবাগ নোয়াখালী।
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নে মানিকপুর ঈদগাহ উন্নয়ন কমিটির প্রধান সমন্বয়ক ও আমাদের সর্বজন শ্রদ্ধেয়, আস্থাভাজন,টপস্টার গ্রুপের চেয়ারম্যান সৈয়দ হারুন এমজেএফ তাঁর ঘোষণা অনুযায়ী ঈদগাহ উন্নয়নের জন্য ঘোষিত ২০ লক্ষ টাকার মধ্যে প্রথম ধাপ হিসেবে ১০ লক্ষ টাকা জনতা_ব্যাংক_লিমিটেড, সেনবাগ শাখায় মানিকপুর ঈদগাহ উন্নয়ন কমিটির একাউন্টে জমা দিয়েছেন।
হিসাবের_নাম:
মানিকপুর ঈদগাহ উন্নয়ন কমিটি
হিসাব_নম্বর: ০১০০২৭৫৭৫৩৯১৭
ব্যাংক_নাম: জনতা ব্যাংক লিমিটেড পিএলসি,
ঠিকানা: সেনবাগ শাখা, নোয়াখালী।
রাউটিং_নাম্বার: ১৩৫৭৫২০৮১
এটি শুধুমাত্র একটি অর্থনৈতিক অনুদান নয়, বরং ঈদগাহ উন্নয়নে তাঁর অর্থ, শ্রম ও নেতৃত্বের একটি বাস্তব প্রতিচ্ছবি, যা অচিরেই মাঠের অবকাঠামো উন্নয়নে দৃশ্যমান রূপ নেবে ইনশাআল্লাহ।
সকল মুসল্লির পক্ষ থেকে দোয়া করি- আল্লাহ যেন লায়ন সৈয়দ হারুন এমজেএফ সাহেব ও তাঁর পরিবারের সবাইকে সুস্থতা ও দীর্ঘ হায়াত দান করেন। পাশাপাশি তাঁর ব্যবসা-বাণিজ্যে আরও সফলতা আসুক, তাঁর নেক নিয়ত ও সমাজসেবামূলক কর্মে বরকত নাজিল হোক।
মানিকপুর ঈদগাহ- সম্প্রীতি সৌহার্দ্য গর্ব আমাদের, দায়িত্বও আমাদের। দায়িত্ব পালনে আপনারাও হোন অংশীদার।
মানিকপুরঈদগাহ
উন্নয়নেরআলো
সামাজিকদায়িত্ব
স্বপ্নপূরণেরপথে
Sayed Harun Foundation – সৈয়দ হারুন ফাউন্ডেশন