মোহাম্মদ উল্লাহ সেনবাগ উপজেলা প্রতিনিধি।।
(২৫ জুলাই) শুক্রবার বিকেল ৫ টায় সেনবাগ উপজেলার ৬ নং কাবিলপুর ইউনিয়নের মইজদীপুর গ্রামের গরিবের ৩০০ ফুট নামক স্থানে ভলেন্টিয়ার ফর সেনবাগ এর বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ই আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ভলোন্টিয়ার ফর সেনবাগ এর উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল ইসলাম টিপুর সঞ্চালনায় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫
আয়োজনের মধ্যে দিয়ে ভলান্টিয়ার ফর সেনবাগ এর বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ শুভ উদ্বোধন করেন।
প্রধান উদ্বোধক হিসেবে উপস্হিত ছিলেন, সেনবাগ
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃমহি উদ্দিন,
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,
মোহাম্মদ জাহিদুল ইসলাম সেনবাগ
উপজেলা সহকারী কমিশনার (ভূমি), আরো উপস্থিত ছিলেন,
সেনবাগ পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মহিন উদ্দিন
৬নং কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন বাহার,
স্বেচ্ছাসেবী সংগঠন ভলোন্টিয়ার ফর সেনবাগ এর সভাপতি মনির আহমেদ জুলেট,সাধারণ সম্পাদক মোঃফাহিম, সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ গণ উপস্থিত ছিলেন,এ বছর ২০২৫ সালে সেনবাগের ছমীরমুন্সী বাজার রাস্তা হতে কেশারপাড় ইউনিয়নের ১২ কিলোমিটার রাস্তার পাশে রোপন করবে এছাড়া আরো কয়েকটি রাস্তার পাশে বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করবে ।
সর্বমোট বীজ ও
চারার পরিমাণ
১০০০০ (দশ হাজার)
তন্মধ্যে ৩০০০ কাঠ ও
ফলের চারা ৭০০০ তালবীজ,
৭০০০ ফলজ তালবীজ বৃক্ষের চারা ও ৩০০০বনজ কাঠের বৃক্ষের চারা রোপন করা হবে সংগঠনের উদ্যোক্তা সকলের উদ্দেশ্যে জানান। উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আগত মেহমান গন সকলে স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর সেনবাগ এর অতীত বর্তমান নিয়ে আলোচনা করে ভূয়সী প্রশংসা করে উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভলেন্টিয়ার ফর সেনবাগের উদ্যোক্তা ও সদস্যদেরকে ধন্যবাদ জানান ।