মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি।।
গাজীপুরে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখার ছাত্র দলের উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার (১৯ জুলাই) বিকেলে কালীগঞ্জ উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে আলোচনা সভা দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখার ছাত্র দলের আহব্বায়ক হাসিবুল ইসলাম শান্তর সভাপতিত্বে ও কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্র দলের সদস্য সচিব হিমেল খাঁন এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শুরু হয়।
আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো: হুমায়ূন কবির মাষ্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মো: ইব্রাহিম প্রধান, ,কালীগঞ্জ পৌরসভা সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুৎফর রহমান, গাজীপুর জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, ঢাকা কলেজ এর সহ সাংগঠিনক সম্পাদক এবিএম সিদ্দিক, সাবেক ছাত্র নেতা ও কালীগঞ্জ পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুজ্জামান (রিপন) প্রমূখ।আলোচনা সভায় বক্তব্য রাখেন কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ শাখার সিনিয়র সহ সভাপতি রাশেদুল ইসলাম জীবন, সহ সভাপতি হাসিবুল হাসান সিয়াম, আশরাফ আলী মোল্লা, কালীগঞ্জে সরকারী শ্রমিক কলেজ শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুল্লাহ,কালীগঞ্জে সরকারী শ্রমিক কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত, কালীগঞ্জে সরকারী শ্রমিক কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত,মৃদুল প্রমূখ,কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্র দলের নেতৃত্ব বৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত মাহফিলে মোনাজাত পরিচালনা করেন কালীগঞ্জ পৌর ওলামা দলের আহবায়ক মুফতি শফিকুল ইসলাম।