1. dainiklalmoniralolive@gmail.com : দৈনিক লালমনির আলো : দৈনিক লালমনির আলো
  2. info@www.dainiklalmoniralo.live : দৈনিক লালমনির আলো :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে  জুলাই  আগষ্টের গনঅভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাখফেরাত  কামনায় উপজেলা ছাত্র দলের উদ্যাগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  ফল উৎসবের আয়োজন করেন মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসা পাটগ্রামে অবৈধ ভাবে জ্বালানী তেল বিক্রয়, অবৈধ রমরমা বাণিজ্য কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাখফেরাত ও সুস্থতায় কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত গাজীপুরের কালীগঞ্জে গরুসহ ৭ গরু চোর আটক লালমনিরহাটের কালীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ৫ মাদক কারবারি আটক লালমনিরহাট জেলা বিএনপির মৌন মিছিল তারেক রহমান হচ্ছেন সেই সন্তান, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র গোপালগঞ্জে বিপ্লবীদের ওপর হামলা এবং তাদের অপমান কোনোভাবেই মেনে নেওয়া হবে না লালমনিরহাটে তিস্তার পানি বাড়ছে, বন্যার শঙ্কায় প্রস্তুতি

লালমনিরহাটে ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতা: গণঅভ্যুত্থানের বার্তা তুলে ধরলো শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ জুলাইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশব্যাপী “২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন” প্রতিযোগিতার অংশ হিসেবে লালমনিরহাট সদর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

বুধবার (১৭ জুলাই ২০২৫) দুপুর ২টায় লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানকে উপজীব্য করে তুলির আঁচড়ে ফুটিয়ে তোলে তাদের সৃজনশীলতা ও চেতনার প্রকাশ।

প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. শরিফা জাহান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ,লালমনিরহাট সদর থানা ইনচার্জ নুরুন্নবী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, অভিভাবক ও শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য আলাদা বিভাগে প্রতিযোগিতা পরিচালিত হয়। অংশগ্রহণকারী প্রতিটি প্রতিষ্ঠান তাদের নিজস্ব শিক্ষার্থীদের মাধ্যমে নির্ধারিত দেয়ালে গ্রাফিতি ও চিত্র অঙ্কন সম্পন্ন করে। প্রতিযোগিতা শেষে বিচারকমণ্ডলী মানের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করেন।

উপজেলা পর্যায়ে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম পুরস্কার ৭ হাজার, দ্বিতীয় পুরস্কার ৫ হাজার এবং তৃতীয় পুরস্কার ৩ হাজার টাকা করে প্রদান করা হবে। এই ফলাফল জেলা কমিটির কাছে পাঠানো হবে এবং জেলা পর্যায়ে পুনরায় প্রতিযোগিতা শেষে বিভাগীয় পর্যায়ে চূড়ান্ত নির্বাচন হবে।

প্রতিযোগিতা শেষে ইউএনও বলেন, “আজকের এই আয়োজন আমাদের তরুণ প্রজন্মকে তাদের ইতিহাস জানতে, চেতনায় ধারণ করতে এবং সৃজনশীলতার মাধ্যমে জাতির গৌরবগাঁথা তুলে ধরার সুযোগ দিয়েছে। গণতন্ত্র, অধিকার ও দেশপ্রেমের বার্তাগুলো যেন প্রতিটি শিক্ষার্থীর মনে গেঁথে যায়।”

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত গণঅভ্যুত্থানের বার্ষিকী স্মরণে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রতিযোগিতা আয়োজনে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। প্রতিযোগিতার ছবি ও ভিডিও সংরক্ষণ করে প্রাতিষ্ঠানিকভাবে পাঠানোর নির্দেশনাও রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট