নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মহানগরের টঙ্গী এলাকায় অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ‘স্বাধীন সূর্যোদয়’-এর পরিচয়পত্র ব্যবহার করে কথিত সাংবাদিক সাইদুল দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে ছিনতাই ও অপরাধমূলক কার্যক্রম। মোটরসাইকেলের সামনে ‘প্রেস’ লেখা স্টিকার লাগিয়ে প্রতিদিন সন্ধ্যা নামলেই সে নেমে পড়ে টঙ্গী মেঘনা রোড ও আশপাশের এলাকায়, টার্গেট করে নিরীহ পথচারীদের।
বিশেষ সূত্রে জানা গেছে, কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও সাইদুল সাংবাদিকতার পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে এলাকায় প্রভাব বিস্তার করছে। শুধু তাই নয়, তার বাবা বাচ্চু মিয়াও দিনের আলোতে প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনা করে থাকেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টঙ্গীর বিভিন্ন এলাকায় ‘প্রেস’ স্টিকার লাগানো হোন্ডা মোটরসাইকেল ব্যবহার করে মাদক পরিবহন ও সরবরাহ করা হয়। কথিত এই সাংবাদিক ও তার পরিবারের বিরুদ্ধে বহুবার অভিযোগ উঠলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
সচেতন মহলের ভাষ্য, একজন কথিত সাংবাদিক যখন আইনভঙ্গকারী হয়ে ওঠে, তখন তা শুধু ব্যক্তি নয়—সারা সমাজ ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ। টঙ্গীবাসী প্রশাসনের কাছে দাবি জানিয়েছে, সাইদুল ও তার পরিবারকে আইনের আওতায় এনে এলাকায় শান্তি ফিরিয়ে আনার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।