সহি নিয়তে কুরবানী হাফিজুল ইসলাম
মাংস যায় না রবের কাছে
রক্ত নাহি যায়,
বান্দার দিলে কী আছে
রব সেটা দেখতে চায়।
ছোট বড় কালো সাদা
দেখার বিষয় নয়,
সহি নিয়তে কুরবানী করলে
রব খুশি হয়।
কুরবানির মাংস তিন ভাগে
ভাগ করো ভাই,
নিজ আত্মীয় ও গরীব দুখি
সবাই মিলে খাই।