1. dainiklalmoniralolive@gmail.com : দৈনিক লালমনির আলো : দৈনিক লালমনির আলো
  2. info@www.dainiklalmoniralo.live : দৈনিক লালমনির আলো :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
তিস্তার পানি বিপৎসীমার উপরে, শত শত পরিবার পানি বন্দী । অফিস না করেই মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে সেনবাগের কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তারা । পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট: চিকিৎসা থেকে বঞ্চিত হাজারো মানুষ গাইবান্ধায় ৪ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা। কক্সবাজার পুলিশ বিজিবি পৃথক অভিযানে ৮২ হাজার ইয়াবাসহ আটক ৭ কালীগঞ্জে পূর্বাচল নতুন শহর প্রকল্পে যৌথবাহিনীর উচ্ছেদ অভিযান লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ । নেশাগ্রস্ত বাবার ছেলের কান্না: “তিনদিন ধরে ভাত নেই, আর পারছি না…” সাঘাটা থানায় সিজু মিয়া হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন লালমনিরহাট জেলার পুলিশ সুপার কর্তৃক আদিতমারী থানা পরিদর্শন

গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালত শেষে ফেরার পথে ম্যাজিস্ট্রেটের গাড়ি চালকের উপর হামলা

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে অবৈধভাবে মাটিসহ আটককৃত ২টি ড্রাম ট্রাক নিয়ে ফেরার পথে ম্যাজিস্ট্রেটের চালকের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের গাড়ির চালক আব্দুস সবুর মিয়া (৩১) গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনায় শুক্রবার (১১ এপ্রিল) রাতে আব্দুস সবুর মিয়া বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার আসামীরা হলেন গোবিন্দগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের বোয়ালিয়া (শিববাড়ি) গ্রামের বাসিন্দা বাবলু চন্দ্র বিশ্বাসের বড় ছেলে বাধন বিশ্বাস (২৮) ও ছোট ছেলে দেব কুমার বিশ্বাস (২৪) সহ অজ্ঞাতনামা ১০/১২ জন ব্যক্তি।

মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা তালুককানুপুর ইউনিয়নে এম.এল.বি ব্রিকসে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করে মাটিসহ ২টি ড্রাম ট্রাক আটক করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামানের গাড়ির চালক সবুর মিয়াকে আটককৃত ড্রাম ট্রাক ২টি তাঁর কার্যালয়ে নিয়ে যেতে বলে ফিরে যান। রাত ২টার দিকে সবুর মিয়া ড্রাম ট্রাক ২টি নিয়ে কাটাখালী সেতু পার হয়ে যানজটের কবলে পড়েন। বাধ্য হয়ে গোবিন্দগঞ্জ পেকস চক্ষু হাসপাতাল এলাকায় জঙ্গলমারা সড়ক সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে এসে তালুককানুপুর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ফরহাদ হোসেন ও স্বেচ্ছাসেবক রিভেলীকে সাথে নিয়ে সবুর মিয়া ড্রাম ট্রাক হতে মহাসড়কে নেমে যানজট নিরসনের চেষ্টা করলে দেব বিশ্বাস একটি ফাঁকা ড্রাম ট্রাক নিয়ে এসে পুনরায় যানজট সৃষ্টি করে। তখন তাকে যানজট সৃষ্টি করতে নিষেধ করলে সে উক্ত ড্রাম ট্রাকের ভিতর থেকে ধারালো দা হাতে নেমে সবুর মিয়ার উপর আক্রমণ করে।
এসময় তাঁর সাথে থাকা ফরহাদ হোসেন ও রিভেলী মিলে দেব বিশ্বাসের কাছে থাকা দা কেড়ে নিলে সে ক্ষিপ্ত হয়ে মোবাইল ফোনে বিষয়টি অজ্ঞাত কোন ব্যক্তিকে জানায়। কিছুক্ষণ পরে ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তি মিলে ৬টি মোটরসাইকেল নিয়ে লাঠিসোটা, লোহার রড, ধারালো ছোরা, হাসুয়া ইত্যাদি দেশীয় অস্ত্র হাতে ঘটনাস্থলে এসে অতর্কিতভাবে চালক সবুর মিয়ার উপর হামলা করে। তখন দেব বিশ্বাস লাঠি নিয়ে তার মাথায় স্বজোরে আঘাত করে রক্তাক্ত জখম করে পকেটে থাকা একটি নোকিয়া স্মার্ট ফোন ও ১৫০০০ টাকা বের করে নেয়।
এসময় তাদের চিৎকারে আশেপাশে থাকা লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা তাদের ভয়ভীতি ও হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। তাৎক্ষণিক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মোবাইল ফোনের মাধ্যমে জানালে তিনি ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, উক্ত ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট