1. dainiklalmoniralolive@gmail.com : দৈনিক লালমনির আলো : দৈনিক লালমনির আলো
  2. info@www.dainiklalmoniralo.live : দৈনিক লালমনির আলো :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে ৩৮০০ পিচ ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ও আরিফ গ্রেপ্তার পাটগ্রাম ও হাতীবান্ধার মানুষের প্রিয় মুখ ব্যারিস্টার হাসান রাজীব প্রধান নারীদের অন্তর্ভুক্ত করলে ইসলামকে টানে না করলে রক্ষণশীলঃ আব্দুল হালিম চৌধুরীরহাট যুবসংঘ” কতৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয় বিজিবির বিশেষ অভিযানে ইস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দঃ কালীগঞ্জে ইয়াবা ও গাজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন মৌলভীবাজার সাবেক জেলা জামায়াতের আমীর পলাশের ডাংগায় মোবারকের বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট পাটগ্রামে মৃত ব্যক্তির স্বাক্ষর জাল করে বিস্ফোরক লাইসেন্স নবায়ন বালিয়াডাঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মর্মান্তিক মৃত্যু

ঝড়ে পড়া শিক্ষার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে চাকরির ব্যবস্থায় ইএসডিও

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর, টঙ্গী।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর টঙ্গী।।

ঝড়ে পড়া শিক্ষার্থী, সুবিধা বঞ্চিত শিশু-নারী ও তালাকপ্রাপ্ত নারীদের বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণ দিয়ে সরাসরি চাকরি পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। ১৫ বছর থেকে ২৪ বছর বয়সের শিশু-নারীদের প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে বহুদিন ধরে কাজ করে যাচ্ছেন এই সংস্থাটি।

কিশোরী ও যুবতী মহিলাদের কর্মসংস্থান ও আর্থিক স্বাধীনতা বাড়ানোর জন্য বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদার্ত্তী এলাকায় গাজীপুর ইকো সেন্টার ফর স্কিল ডেভেলপমেন্টে চাকরি মেলার আয়োজন করেন ইএসডিও। ইউনিসেফের সার্বিক সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র বাস্তবায়নে এই চাকরি মেলার আয়োজন করা হয়। এসিআই, প্রাণ-আরএফএল, বিডি জব ও শক্তি ফাউন্ডেশনের মতো স্বনামধন্য ১২টি কোম্পানী এই মেলায় চাকরি দেয়ার জন্য অংশগ্রহণ করেন। প্রত্যাশিত চাকরি প্রার্থীরা তাদের যোগ্যতা অনুসারে পছন্দনীয় কোম্পানীতে চাকরির জন্য তারা আবেদন করেন।

সংস্থার সূত্রে জানা যায়, সুইং মেশিন অপারেটার, কম্পিউটার সি অপারেশন ও বিউটি কেয়ার ক্যাটগরিতে ৩ মাস ব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের চাকরির সুযোগ করে দেন এই সংস্থাটি। শুধু তাই নয়, স্বল্প পুঁজি নিয়ে যেইসব প্রশিক্ষণার্থীরা ব্যবসায়ী উদ্যোক্তা হতে চান। তাদেরও ১২ দিন প্রশিক্ষণ দেয়া হয় সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য।
কয়েকজন প্রশিক্ষণার্থীদের সাথে কথা বললে তারা জানান, সমাজ ও সংসারের বোঝা হয়ে থাকতে চাই না। নিজেরা আত্মনির্ভরশীল হতে এই সংস্থা থেকে প্রশিক্ষণ নেই। প্রশিক্ষণ শেষে এই সংস্থা আমাদের চাকরির ব্যবস্থা করে দেন। এতে আমাদের জীবনমান উন্নয়ন হবে এবং সংসার, সমাজ ও দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করতে পারবো।
চাকরি মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নূরী তাসমিন ঊর্মি। প্রধান অতিথি ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। পরে চাকরিদাতা বিভিন্ন কোম্পানীর প্রতিনিধিদের স্টল ঘুরে চাকরির বিষয়ে খোঁজ খবর নেন তিনি। এই সময় উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.ইসমাইল ভূইয়া, উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষক ফারহানা জাহান উপস্থিত ছিলেন।

গাজীপুর সহকারী প্রোগ্রাম ব্যবস্থাপক এএসএম রাজিউল ইসলাম জানান, এখান থেকে বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণপ্রাপ্ত ৩২০ জন চাকরি প্রত্যাশী মেলায় বিভিন্ন কোম্পানীতে চাকরির জন্য আবেদন করেছেন। তাদের মধ্যে যোগ্যতা সম্পন্ন ১২০ জন চাকরি পেয়েছেন। আর যারা উদ্যোক্তা হয়ে ব্যবসা করবেন তাদেরও সহযোগিতা করা হবে।
টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিংয়ের প্রধান শাহারিয়ার মাহমুদ বলেন, ইউনিসেফের অর্থায়নে এবং ইএসডিও’র প্রত্যক্ষ তত্ত্বাবধানে ২০২৩ সালের মার্চ মাস থেকে ‘এলটারনেটিভ লানিং প্রোগ্রাম’ প্রকল্পটি গাজীপুরসহ দেশের ৭টি জেলায় কার্যক্রম বাস্তবায়নের কাজ শুরু করেছে। সুবিধা বঞ্চিত এবং দুর্বল মানুষদের তাদের জীবনে অর্থবহ এবং দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে এই সংস্থাটি।
উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) নূরী তাসমিন ঊর্মি বলেন, প্রশিক্ষণের পর চাকরির ব্যবস্থা এটা অত্যন্ত সুন্দর উদ্যোগ। এই সংস্থার মাধ্যমে অনেক চাকরি পাচ্ছেন, অনেকে উদ্যোক্তা হয়ে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট