1. dainiklalmoniralolive@gmail.com : দৈনিক লালমনির আলো : দৈনিক লালমনির আলো
  2. info@www.dainiklalmoniralo.live : দৈনিক লালমনির আলো :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
 পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় উপজেলা ও পৌর বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই: ব্যারিস্টার হাসান রাজীব প্রধান আমরা মৌলিক সংস্কার করে ছাড়বো এবং সুষ্ঠু নির্বাচন আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ: ডাঃ শফিকুর রহমান বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া নোয়াখালীর সাউথ বাংলা হাসপাতালে মা ও নবজাতকের মৃত্যুতে চার চিকিৎসকের সনদ বাতিল দুষ্কৃতিকারী যে দলেরই হোক তাকে ছাড় না দেয়ার ঘোষণা ডিআইজির কালীগঞ্জে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বেষ্টুনীসহ বৃক্ষ রোপন ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন কালীগঞ্জে জুলাই গনঅভ্যুথানে শহিদ পরিবারকে সমর্থন ও ভালোবাসা জানিয়েছেন কালীগঞ্জ উপজেলা শাখার এনসিপি নেতৃবৃন্দ পাটগ্রাম থানায় বিএনপি নেতা কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ পুলিশসহ আহত ২৩ গোবিন্দগঞ্জে সারের দোকানে অভিযানে ৪৩৪ বস্তা সার ও ৬ হাজার ৯শ কেজি ধান বীজ জব্দ : ৫০ হাজার টাকা জরিমানা কর্মদক্ষতার স্বীকৃতি: বিসিক কর্মকর্তা রুহুল আমিনের পদোন্নতি, লালমনিরহাটে ফুলের শুভেচ্ছা

লালমনিরহাটে ড.মিযানুর রহমান আজহারীর মাহফিলে রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে লোকজন মূল মাঠে জড়ো হচ্ছেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।

জনপ্রিয় ইসলামি বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারির মাহফিলে মানুষের সমাগমের জন্য ৪টি মাঠ প্রস্তুত করা হয়েছে।

ইতি মধ্যেই রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে লোকজন মূল মাঠে জড়ো হচ্ছেন। সামনে থেকে ওয়াজ শোনার ও ডাক্তার মিজানুর রহমান আজহারীকে এক নজর সরাসরি দেখার জন্য।
জেলা শহরের সবচেয়ে বড় সোহরাওয়ার্দী মাঠে মূল মঞ্চ। এছাড়া পুরুষদের জন্য পার্শ্ববর্তী কালেক্টরেট মাঠ ও সিপি স্কুল মাঠ এবং নারীদের জন্য প্রস্তুত করা হচ্ছে জেলা স্টেডিয়াম মাঠ। সব মাঠেই থাকবে প্রজেক্টরের ব্যবস্থা।

আগামীকাল শনিবার (১৮ জানুয়ারি) জোহরের নামাজ শেষে ইসলামিক সোসাইটি লালমনিরহাট এর আয়োজনে ঐতিহাসিক ওই মাহফিলে বয়ান করবেন তিনি।

এদিকে মাহফিল ঘিরে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা। মোতায়েন থাকবে বিপুলসংখ্যক আনসার, পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীসহ মাহফিল আয়োজকদের স্বেচ্ছাসেবক টিম।

আয়োজক কমিটি জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে দেশের বাইরে নির্বাসিত ছিলেন বিশ্ববরেণ্য মুফাসসির ড. মিজানুর রহমান আজহারী। গত ৫ আগস্ট দেশ থেকে শেখ হাসিনা সরকার পালিয়ে গেলে দেশে ফিরে আসেন তিনি। এরপর দেশের মানুষের আগ্রহে বিভিন্নস্থানে মাহফিল শুরু করেছেন তিনি। এরই ধারাবাহিকতায় লালমনিরহাটে মাহফিল করবেন তিনি।

জানা যায়, দীর্ঘ কয়েক যুগ পর লালমনিরহাটের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিশ্ববরেণ্য কোনো মোফাসসির। গত ২৮ বছর আগে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার উচ্চ বিদ্যালয় মাঠে মাহফিল করেন বিশ্বনন্দিত ইসলামি বক্তা ও জামায়াত নেতা প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদী। এই দীর্ঘ সময় পর বিশ্ববরেণ্য স্কলারের আগমন ঘিরে আনন্দিত ইসলাম প্রিয় মানুষ। এ স্কলারের কথা শুনতে রংপুর বিভাগসহ সারা দেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের আগমন ঘটতে পারে।

সরেজমিনে জানা যায়, ঐতিহাসিক এ মাহফিল সফল করতে মঞ্চ প্রস্তুতের কাজ প্রায় ৮০ শতাংশ শেষ করেছেন আয়োজকরা। এ ছাড়া সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। আয়োজক কমিটির সঙ্গে জেলা প্রশাসনের বৈঠক হয়েছে। বৈঠকে জননিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুতি নিচ্ছে জেলা আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তার চাদরে ঢেকে যাবে মাহফিল ও তার আশপাশের এলাকা। নিরাপত্তায় থাকবে বিপুল সংখ্যক আনসার ও পুলিশ সদস্য। থাকবে র‌্যাব ও সেনাবাহিনী সদস্যদের টহল। সাদা পোশাকে থাকবে পুলিশ সদস্য। এছাড়াও আয়োজক কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবেন প্রায় ৫ হাজার। সব মিলিয়ে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে পুরো শহর।

ইসলামিক অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা ব্যবসায়ী আব্দুল হাকিমের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেবেন, কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক উপমন্ত্রী ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

আয়োজক কমিটির সদস্য ইমাম রাশেদুল ইসলাম লিজু বলেন, মূল প্যান্ডেলের প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পাঁচ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। মাঠের প্রবেশপথেই তল্লাশি চালানো হবে।

মাহফিলের সভাপতি আব্দুল হাকিম বলেন, মাহফিল সফল করতে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা-ব্যবস্থা রাখা হয়েছে মাহফিলের মাঠগুলোতে। পুরো শহরে সাউন্ড সিস্টেমের মাধ্যমে বক্তব্য শোনার ব্যবস্থা থাকবে।

লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, মাহফিলে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে আনসার, পুলিশ র‌্যাবসহ সেনাবাহিনীর সদস্যরা। আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে প্রায় ৫ হাজার। তিনি মাহফিলে নারীদের স্বর্ণের অলংকার সঙ্গে না আনার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট