
বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি।।
স্বজনরা জানান, মাত্র দুই মাস আগে একসাথে স্বপ্ন বুনেছিলেন শামীম আকতার ও তাঁর স্ত্রী মুক্তা আক্তার। ৩০ লাখ টাকা খরচ করে-দুজনে পাড়ি জমাতে চেয়েছিলেন ইতালিতে—নতুন জীবনের আশায়।
কিন্তু-ভিসা জটিলতায়-শামীম দেশে থেকে গেলেও-স্ত্রী মুক্তা পাড়ি জমান ইউরোপে।
সেই থেকেই শুরু হয় একাকিত্ব, অপেক্ষা আর হতাশার গভীর সংকট।
প্রতিদিন স্ত্রীর কাছে যাওয়ার স্বপ্নে বিভোর ছিলেন শামীম।
দুশ্চিন্তা-ভিসা প্রক্রিয়ার অনিশ্চয়তা আর দীর্ঘ আলাদা থাকার মানসিক চাপ হয়তো নিঃশেষ করে দেয় তাঁর ভেতরের শক্তি।
শেষমেশ সব আশা-প্রত্যাশার ইতি টানলেন মঞ্চের মানুষ নিজেই এক চরম বাস্তবতার মঞ্চে।
এ মৃত্যু কেবল একটি জীবনহানির খবর নয়,
এটা এক নিঃশব্দ আর্তনাদ—
বিদেশে প্রবাসী প্রিয়জন রেখে দেশে পড়ে থাকা হাজারো মানুষের মানসিক যন্ত্রনার প্রতিচ্ছবি।
শামীম ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করি।
আশা করি, এই ঘটনা অন্যদের সচেতন করবে মানসিক স্বাস্থ্য ও সম্পর্কের যত্ন নিয়ে ভাবতে।
ভিসা-জটিলতা
প্রবাসের-দূরত্ব
মানসিক-স্বাস্থ্য
একাকীত্ব-হ