
নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে তিস্তার ন্যায্য হিস্যা এবং উত্তরবঙ্গের মানুষের জীবন ও জীবিকা রক্ষার দাবিতে বাংলাদেশ প্রেসক্লাব, লালমনিরহাট জেলা শাখার পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২ টায় লালমনিরহাট জেলার প্রাণ কেন্দ্র মিশন মোড়ে জাগো বাহে তিস্তা বাঁচাই, এই স্লোগানে বাংলাদেশ প্রেসক্লাব আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় কমিটির সভাপতি এবং লালমনিরহাট জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এস. আর. শরিফুল ইসলাম রতন।
সাংবাদিকরা বলেন, “জাগো বাহে তিস্তা বাঁচাই।” তিস্তা নদীর ১৩০ কিলোমিটার চর এলাকায় প্রায় ১ কোটি পরিবার বাস করে এবং এই তিস্তার আশেপাশের চর এলাকায় বসবাসকারী মানুষের জীবিকা এর উপর নির্ভর করে। শুষ্ক মৌসুমে উজানে পানি প্রত্যাহারের কারণে তিস্তা নদী মৃতপ্রায়। শুষ্ক মৌসুমে পানির অভাবে চাষাবাদ ব্যাহত হয় এবং বর্ষাকালে উজানের পানির কারণে নদীতীরে বন্যা ও ভাঙনের কারণে নদীর তীরবর্তী এলাকার লক্ষ লক্ষ মানুষ নিঃস্ব হয়ে পড়ে। তিস্তাপারের মানুষের এই দীর্ঘস্থায়ী দুর্ভোগের শেষ নেই। তবে চীন তিস্তা মাস্টার প্ল্যান করবে নাকি ভারত করবে তা নিয়ে উদ্ভূত জটিলতায় তিস্তাপারের মানুষ হতাশ।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি কল্লোল আহমেদ, বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নুরুজ্জামান আহমেদ, সহ বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা ও উপজেলার সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।