
মৌলভীবাজার উপজেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের ১নং ওয়ার্ডে গত এক সপ্তাহ ধরে একটি গ্রামের রাস্তার নির্মাণকাজ চলমান রয়েছে। দীর্ঘদিনের জনদুর্ভোগ দূর করতে এই সড়কটির উন্নয়ন কাজ শুরু হলেও এখন তা স্থানীয়দের জন্য নতুন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়দের অভিযোগ, রাস্তাটি খোয়া ও মাটি বিছানো অবস্থায় ফেলে রাখায় প্রতিদিন ধুলোবালিতে শ্বাসকষ্ট হচ্ছে, এবং যানবাহন চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। এমনকি কোনো পরিবহন চালক এখন এই পথে যেতে চান না। কেউ গেলে দ্বিগুণ ভাড়া দাবি করছেন, যা সাধারণ যাত্রীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে।
গ্রামীণ এই সড়কটি এলাকার কৃষক, শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র প্রধান পথ। ফলে রাস্তাটির বর্তমান অবস্থা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলছে।
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন।