
মোহাম্মদ উল্লাহ, নোয়াখালী জেলা প্রতিনিধি।।
নোয়াখালীতে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ ঘটনায় বাসটির সুপারভাইজার সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সাহাব দীর্ঘদিন ধরে ‘বাঁধন পরিবহন’-এর একটি বাসে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। এ সুযোগে তার সঙ্গে একটি মাদক পাচার চক্রের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। পরে তিনি চক্রটির সঙ্গে জড়িয়ে পড়েন এবং চট্টগ্রামের বিভিন্ন উৎস থেকে ইয়াবা সংগ্রহ করে নোয়াখালীর বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
গোপন সংবাদের ভিত্তিতে সম্প্রতি নোয়াখালীমুখী ওই যাত্রীবাহী বাসে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তল্লাশির সময় বাস থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থলেই সাহাবকে আটক করা হয়।
নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, “যাত্রীবাহী বাসের আড়ালে ইয়াবা পাচারের তথ্যের ভিত্তিতেই অভিযানটি পরিচালনা করা হয়। জিজ্ঞাসাবাদে সাহাব মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।”
এ ঘটনায় সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।