স্টাফ রিপোর্টার, লালমনিরহাটঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের সাধারণ ব্যবসায়ী মোঃ তাসাদুজ্জামান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
বুধবার (২২ অক্টোবর ২০২৫) বিকেলে স্থানীয় সাপ্টীবাড়ী বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন,
সম্প্রতি “নতুন বাংলার সংবাদ” নামে একটি ফেসবুক পেজে আমার নাম উল্লেখ করে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রচার করা হয়েছে।
ওই তথ্যে আমাকে দাদন ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে একাধিক মিথ্যা অভিযোগ তোলা হয়, যা সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।
তাসাদুজ্জামান জানান, তিনি একজন সাধারণ ব্যবসায়ী। সাপ্টীবাড়ী বাজারে তাঁর দুটি দোকান রয়েছে একটি টিন, রড, সিমেন্ট ও ফটো কপির দোকান এবং অপরটি কসমেটিকস ও স্টেশনারি সামগ্রীর দোকান।
তিনি অভিযোগ করেন, মোছাঃ মাহানুর বেগম ও জাহানারা বেগম তাঁর পরিবারের পূর্বপরিচিত হওয়ায় বিদেশে লোক পাঠানো ও জমি কেনার অজুহাতে তাঁর কাছ থেকে টাকা নেয়। পরবর্তীতে নির্ধারিত সময়ে টাকা ফেরত না দিয়ে উল্টো হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে।
তিনি আরও জানান, বারবার পাওনা টাকা ফেরত চাওয়ায় ওই মহলটি তাঁর বিরুদ্ধে সামাজিকভাবে হেয় করার জন্য ষড়যন্ত্র শুরু করে। এমনকি “চাঁদাবাজির মামলা” করার হুমকিও দেয়।
এরই ধারাবাহিকতায় ১১ অক্টোবর তাঁর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অপপ্রচার চালানো হয়।
তাসাদুজ্জামান বলেন,
আমি একজন সাধারণ ব্যবসায়ী মানুষ। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। একটি মহল সমাজে আমার সুনাম নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে। আমি এ ঘটনার ন্যায্য বিচার চাই এবং সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিক সমাজসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান, সত্য ঘটনা যাচাই করে তাঁর সামাজিক সম্মান রক্ষা করতে এবং মিথ্যা অভিযোগ কারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে।