এবি সিদ্দিক, স্টাফ রিপোর্টার।।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ শোয়াইব আহমেদের একটি ভিডিও বক্তব্যকে ঘিরে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার জোংড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জামায়াতের উঠান বৈঠকে উপজেলা আমীরের কয়েক সেকেন্ডের একটি ভিডিও বক্তব্য ঘিরে তোলপাড় হয় সামাজিক যোগাযোগ মাধ্যম। এসময় জামায়াত মনোনীত হাতীবান্ধা-পাটগ্রাম ০১ আসনের এমপি প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু, পাটগ্রাম পৌর জামায়াতের আমীর সোহেল রানা, উপজেলা শিবির সভাপতি আলমগীর খোরশেদসহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হাফেজ শোয়াইব ওই বৈঠকে অতিথীর বক্তব্যে খানিকটা উচ্চ শব্দে বলেন, ‘আমরা দায়িত্বশীল হিসেবে এখনো কোনো কঠিন কথা বলি নাই। যদি কোন কঠিন কথা বলতে বাধ্য করেন, তাহলে চামড়া পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, পিঠের চামড়া তুলে দেওয়া হবে। কোনো মায়ের পুত নাই আমাদের সামনে কথা বলে। আমরা এখনো আঙ্গুল বাঁকা করি নাই। তোমরা কত বড় মাস্তান হয়েছো, তোমরা কত মায়ের দুধ খেয়েছ, তোমাদের মুখ চিপ করে দুধ বের করে দেওয়া হবে ইনশাল্লাহ। আমরা মুখ খারাপ করতে চাই না। এত বড় সাহস কোথায় পেলেন মিয়ারা, প্রোগ্রামে বাধা দেন। সামনে কথা হবে।’
এর কিছুক্ষণ পর তাঁর এই বক্তব্য ফেসবুকে প্রকাশ করে জামায়াতেরই কয়েকজন নেতাকর্মী। এরপর শুরু হয় নানা মন্তব্য। আমীরের বক্তব্যকে আপত্তিকর মন্তব্য করে অনেককে ফেসবুকে পোস্ট ও কমেন্টস করতে দেখা যায়। অনেকে আবার সেই ভিডিও ফেসবুক থেকে মুছে ফেলেন। কোন কারণে কিংবা কাদেরকে ইঙ্গিত করে এমন বক্তব্য দিয়েছেন জানতে চাইলে শোয়াইব আহমেদ বলেন, ‘সারাদেশের ন্যয় পাটগ্রাম উপজেলার বিভিন্ন উঠান বৈঠকগুলোতে একটা গোষ্ঠী বাধা প্রদান করে আসতেছে। সম্প্রতি আমাদের উপজেলা মহিলা জামায়াতের এক নেত্রীকে ধাক্কা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। আর জোংড়ায় যে প্রোগামে বক্তব্য দিয়েছি, সেদিনও মুলত একটা গোষ্ঠী পরিকল্পিতভাবে আমাদের বৈঠকে আসতে লোকজনকে বাধা দিয়েছে এবং হুমকি প্রদান করেছে। এজন্য সার্বিকভাবে এই বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেছি। তবে যদি কারও কাছে আমার বক্তব্যের কোনো বাক্য আপত্তিকর মনে হয় এবং কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’