মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।
গাজীপুরের কালীগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে বর্নাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। ‘মানসম্মত হেমলেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্যে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম, উপজেলা সমাজসেবা অফিসার আফরোজা বেগম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ইসমাইল ভূইয়া, উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন, কালীগঞ্জ পৌর হিসাবরক্ষক কর্মকর্তা মো. দুলাল মোড়ল প্রমুখ।