কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি : পুলিশিং বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২২,শে অক্টোবর ২০২৫ বুধবার লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাজীনার মহিমা রঞ্জন উচ্চ বিদ্যালয়ের স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে, উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।অনুষ্ঠানটি আয়োজন কালীগঞ্জ থানা পুলিশ ।
সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল এ) মো: ফজলুল ইসলাম,লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সাদ ইসলাম,এছাড়াও আরো উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রী,শিক্ষকমন্ডলী এবং স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।এছাড়াও উপস্থিত ছিলেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।বক্তারা আইনশৃঙ্খলা রক্ষা,মাদক ও সন্ত্রাস দমন, বাল্যবিবাহ প্রতিরোধসহ সমাজের সার্বিক নিরাপত্তায় পুলিশের সঙ্গে জনগণের পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন।সভা শেষে নাগরিকদের বিভিন্ন অভিযোগ ও পরামর্শ শোনা হয় এবং তাৎক্ষণিকভাবে কয়েকটি সমস্যা সমাধানের আশ্বাস দেন পুলিশ কর্মকর্তারা।