নিজস্ব প্রতিবেদকঃ
১৯ অক্টোবর ২০২৫ (রবিবার) বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হলো ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৫। বিকেল ৩টায় শুরু হওয়া এ সম্মেলনে অংশ নেন রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ফরিদ খাঁন এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক জনাব মোঃ এনামুল হক স্বাধীন।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এস. আর. শরিফুল ইসলাম রতন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
শাহ আলী পরিবহনের চেয়ারম্যান জনাব মোঃ ফরিদ হোসেন
লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ আহম্মেদুর রহমান মুকুল
আহ্বায়ক জনাব মোঃ আনোয়ার হোসেন স্বপন, প্রেসক্লাব, লালমনিরহাট
যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি জনাব মোঃ আনিছুর রহমান লাডলা
৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি জনাব মোঃ মিলন পাটোয়ারী
প্রেসক্লাব সদস্য সচিব জনাব মোঃ তৌহিদুল ইসলাম লিটনজনাব মোঃ সাইফুল ইসলাম, আহ্বায়ক, রংপুর জেলা বিএনপি
জনাব এ কে এম মমিনুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপি
জনাব মোঃ আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপি
জনাব কে এম হুমায়ুন রেজা স্বপন, সভাপতি, জেলা আইনজীবী সমিতি
জনাব মোঃ সায়েদুল ইসলাম পাটোয়ারী সাজু, সাংগঠনিক সম্পাদক
জনাব মোঃ মজমুল হোসেন প্রামানিক, সাংগঠনিক সম্পাদক
জনাব মোঃ আলহাজ্ব গোলাপ হোসেন, কোষাধ্যক্ষ
জনাব মোঃ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি
জনাব মোঃ আবুল বাশার সুমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক
এ সম্মেলনে বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ জামাল বাদশা, জেলা প্রতিনিধি, দেশ টেলিভিশন।
ত্রি-বার্ষিক এই সম্মেলনের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল, আধুনিক ও ঐক্যবদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ। বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের অধিকার ও জেলার সার্বিক উন্নয়নে প্রেসক্লাবের ভূমিকাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
সম্মেলনে লালমনিরহাট জেলা কমিটি অনুমোদন দেন বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান। সভাপতি এস আর শরিফুল ইসলাম রতন সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক : জিল্লুর রহমান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত