মো: মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ছদ্মবেশ ধারণ করে এক তরুণীকে অপহরণের অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সকাল ৭টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের চান্দেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, অপহরণের শিকার তরুণী মোসাঃ সুমাইয়া আক্তার (১৯) ওই এলাকার মাকসুদা আক্তার ও মোঃ শুকুর আলীর মেয়ে।
বাদী মাকসুদা আক্তার থানায় অভিযোগ করে বলেন, শনিবার সকালে রাবেয়া বেগম (৪৫) ও হেলেনা আক্তার ওরফে আইভি (৩৮)সহ আরও চারজন অজ্ঞাতনামা পুরুষ সিআইডি পুলিশের ছদ্মবেশে সাদা মাইক্রোবাসে করে বাড়িতে আসে। তারা ভিকটিম সুমাইয়াকে “তদন্তের প্রয়োজন” বলে বাড়ি থেকে নিয়ে যায়।
পরে পরিবারের সন্দেহ হলে বিষয়টি থানায় জানানো হয়। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং অভিযুক্ত রাবেয়া বেগমকে গ্রেফতার করে। অন্যরা পলাতক রয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনাটি তদন্তে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ মাসুদ রানা শামীমকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় এফআইআর নং-২৭, তারিখ ১৯ অক্টোবর ২০২৫, জি আর নং-২৭৮ অনুযায়ী মামলা রুজু হয়েছে।
মামলাটি দণ্ডবিধির ১৭০/৩৬৫/৫০৬/৩৪ ধারা অনুযায়ী তদন্তাধীন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : জিল্লুর রহমান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত