নুরুজ্জামান আহমেদ, কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি।।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ লালমনিরহাট জেলার কালিগঞ্জে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁ’জা জ’ব্দ করেছে এবং ২ জন মা’দ’ক ব্যবসীকে গ্রে’ফ’তা’র করেছে।
মঙ্গলবার রাত ১০:২৫ ঘটিকায় র্যাবের একটি আভিযানিক দল গো’প’ন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার কাকিনা ইউনিয়নের জেলপাড়া গ্রামে কেয়া ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট অভিযান পরিচালনা করে। অভিযানকালে আ’সা’মি’দে’র ব্যবহৃত ট্রাক ত’ল্লা’শিকালে ট্রাকের কেবিনে বিশেষভাবে লুকানো ১৬ কেজি গাঁ’জা উদ্ধার করা হয়। গ্রে’ফ’তা’রকৃতরা হলেন শ্রী সুজন চন্দ্র এবং মোঃ লিটন মিয়া । অভিযানের মাধ্যমে একটি ট্রাকও জ’ব্দ করা হয়েছে। র্যাব বলেছে, তারা মা’দ’ক ব্যবসার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে জনগণকে নিরাপদ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।