ইসমাইল হোসেনঃ আজ বাংলাদেশ ‘রেলওয়ে সমবায় ঋণদান সমিতি লিঃ চট্টগ্রাম’ এর ত্রিবার্ষিক নির্বাচন। এই নির্বাচনে ৮ নম্বর নির্বাচনী এলাকা (রাজশাহী-পাকশী-লালমনিরহাট)-এর পরিচালক পদে “হরিণ প্রতীক” নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেলওেয়ের লালমনিরহাট বিভাগের রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) কার্যালয়ের প্রধান সহকারী (ভারপ্রাপ্ত) সাইদুর রহমান। ২৩ বছরের চাকুরি জীবনে এই প্রথম তিনি সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।
পেশাগত জীবনে সাইদুর রহমান অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করে আসছেন। চাকুরীর পাশাপাশি সমিতির পরিচালক হিসেবে দায়িত্ব পেলে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের উন্নয়নে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি।
জানা গেছে, ‘বাংলাদেশ রেলওয়ে সমবায় ঋণদান সমিতি লিঃ চট্টগ্রাম’ মূলত রেলকর্মীদের আর্থিক ঋণদান কার্যক্রম পরিচালনা করে। এই সমিতি নিজ সদস্যদের মাঝে ‘তিন লক্ষ থেকে সাত’ লক্ষ টাকা পর্যন্ত নির্দিষ্ট শর্তে ঋণ দিয়ে সহায়তা করে থাকে। যাতে করে সমিতির সদস্যদের আর্থিক অসঙ্গতি দূর করে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিজীবনে স্বচ্ছলতা আনতে পারেন। এই নির্বাচনে ১৪১১জন ভোটার ৬টি কেন্দ্রে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট প্রদান করবেন।
সাইদুর রহমান এই প্রতিবেদককে জানান, নির্বাচিত হলে তিনি দল মতের ঊর্ধ্বে সকল সদস্যদের কল্যাণে কাজ করে যেতে চান। সমিতির ঋণদান কার্যক্রম যাতে স্বচ্ছ এবং সততার সাথে পরিচালিত হয় সেজন্য উদ্যোগ গ্রহণ করবেন। এছাড়া তিনি সমিতির আর্থিক বিষয়গুলো সকল সদস্যদের কাছে জবাবদিহিতার আওতায় আনতে চান। সমিতির ভোটারদের কাছে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা ইতিমধ্যেই তৈরি হয়েছে। তাঁর প্রত্যাশা নির্বাচনে রেলকর্মীগণ তাঁকে বিপুল ভোটে বিজয়ী করবেন। তিনি সকলের দোয়া কামনা করেন।।