নুরুজ্জামান আহমেদ
কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি।।
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় তুষভাণ্ডার সাব রেজিস্টার অফিসে সাব দলিলের কথা বলে দানপত্র তৈরি করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দলিল লেখক তৈয়বুর রহমান রাকু বিরুদ্ধে যাহার সনদ নং০৮/১৪।
ভুক্তভোগী আছিমন বেগমের অভিযোগ, ১৭/০৯/২০২৫ ইং তারিখে তুষভান্ডার সাব রেজিস্টার অফিসে রেয়াজ উদ্দীন কাছে ২৮ শতক জমি ক্রয় করিবার পূর্বে দলিল লেখক তৈয়বুর রহমান রাকুকে দলিল খরচ বাবদ ৪১০০০ টাকা প্রদান করে।
কিন্তু সে পূর্ব পরিকল্পিতভাবে দানপত্র তৈরি করে রাখে। পরবর্তীতে ২৫/৯/২০২৫ইং তারিখে দলিলের নকল তুলেতে গিয়ে দেখে তৈয়বুর রহমান রাকু সাব কবলা না দিয়ে দানপত্র করে দিছে। যাহার দলিল নং৫০৬৪
প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী বর্তমানে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং বিভিন্ন জায়গায় অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন, এ বিষয়ে জালিয়াতি ও প্রতারণার মামলা করার জন্য প্রাথমিকভাবে স্থানীয় আইনজীবীর পরামর্শ নিয়েছেন। তৈয়বুর রহমান রাকু ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক অনিয়ম করে রক্ষা পেয়েছেন বলে অভিযোগ এলাকাবাসীর। তুষভান্ডারের এক দলিল লেখক বলেন সে অগণিত এ ধরণের অন্যায় কাজের সাথে জড়িত ।
এলাকাবাসী জানান, তৈয়বুর রহমান রাকুর বিরুদ্ধে এর আগেও অনুরূপ অভিযোগ উঠেছিল। কিন্তু তার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনি পুনরায় প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং তদন্ত সাপেক্ষে দোষীর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে তৈয়বুর রহমান রাকুর বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এদিকে বিষয়টি তদন্তে এনে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীসহ সাধারণ জনগণ।
প্রকাশক ও সম্পাদক : জিল্লুর রহমান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত