ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী বণিক সমিতির সভাপতি ডা: তোফাজ্জল হোসেন (তোফায়েল) ও সাধারণ সম্পাদক মনজুর আলম বাবু নির্বাচিত হয়েছেন।
গত রবিবার রাতে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী বাজারে বণিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ডা: তোফাজ্জল হোসেন তোফায়েলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী আব্দুস সামাদ আজাদ, আবু তালেব দেওয়ান, প্রভাত কুমার সাহা, সাদেকুল ইসলাম, আলহাজ আব্দুল বাসেদ, বজলুর রহমান, মুনতাসির রহমান প্রমুখ। সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে সভাপতি ডা: তোফাজ্জল হোসেন তোফায়েল, সাধারণ সম্পাদক মনজুর আলম বাবু, সহ-সভাপতি আব্দুস সামাদ আজাদ, আবু তালেব দেওয়ান ও বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোকসেদ আলী, সহ সাধারণ সম্পাদক ইউসুফ আলী মেম্বার, একরামুল হক ও প্রভাত কুমার সাহা, ক্যশিয়ার ইউসুফ আলী মাস্টারসহ ২১ সদস্য বিশিষ্ট বণিক সমিতির নির্বাহী কমিটি পূর্ণাঙ্গভাবে গঠন করা হবে ।