আব্দুস সামাদ, বিশেষ প্রতিনিধি।।
আমি কন্যাশিশু স্বপ্নগড়ি,সাহসে লড়ি,দেশের কল্যাণে কাজ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের পাটগ্রামে জাতীয় কন্যা দিবস-২০২৫ যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সেমিনার কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ, পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ, মিজানুর রহমান,
তথ্য আপা কর্মকর্তা শাহনাজ পারভীন, সমাজসেবা অফিসার মনজুর মোর্শেদ, মৎস্য কর্মকর্তা সেলিনা পারভীন। প্রেসক্লাব পাটগ্রামের সাধারণ সম্পাদক এস আই সবুজ,
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীসহ পাটগ্রাম শিশু -কিশোর ক্লাবের সভাপতি সুমন রায় প্রমুখ।
কন্যাদিবস এর আলোচনা সভায় বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সামাজিকভাবে সচেতনতা, জেন্ডার বৈষম্য, শিশুর পুষ্টি, মাদক প্রতিরোধ ও সাংস্কৃতিক বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।