আমিনুর রহমান,হাতীবান্ধা উপজেলা প্রতিনিধিঃ
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও অবিলম্বে তিস্তা চুক্তি কার্যকর করার দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গণমিছিল ও সমাবেশ করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক বিএনপি'র কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপি'র সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু'র নেতৃত্বে হাতীবান্ধা হেলিপ্যাড মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়ে সহুর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল সমাবেশে মিলিত হয়।
আন্দোলনকারীরা জানান, তিস্তা নদীর তীরবর্তী মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। তিস্তা চুক্তি বাস্তবায়ন ও মহাপরিকল্পনা না থাকায় এ অঞ্চলের কৃষি, অর্থনীতি ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই পূর্ব ঘোষিত তিস্তা মহাপরিকল্পনা সরকারী অর্থে দ্রুত বাস্তবায়ন ও তিস্তার পানি চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবি উঠে তিস্তাপাড় তথা গোটা দেশে। তারই অংশ হিসেবে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি রংপুর বিভাগের ৮ জেলার উপজেলায় গণমিছিলের আয়োজন করে। দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৬ অক্টোবর ১০টি উপজেলার ১১টি স্থানে মশাল প্রজ্বলন কর্মসূচি পালনের ঘোষণা দেন তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি।
উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেনের সভাপতিত্বে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সমাবেশে বক্তব্য রাখেন, তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি ছিলেন, বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ও অন্যান্য নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : জিল্লুর রহমান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত