মিজানুর রহমানঃ তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে আগামী ৯ অক্টোবর বৃহস্পতিবার আদিতমারী উপজেলায় গণমিছিল ও সমাবেশে নেতৃত্ব দিবেন তিস্তা নদীর রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
উক্ত গণমিছিল ও সমাবেশ সাফল্যমন্ডিত করার লক্ষ্যে আদিতমারী উপজেলা বিএনপির জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির সাবেক সদস্য সচিব সালেকুজ্জামান সালেক প্রমানিক।
সভাপতিত্ব করেন আদিতমারী উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহ্বায়ক ও সদস্য সচিব শাহরিয়া আলম, আসাদুল হাবিব মানিক, ছাত্রদলের সদস্য সচিব আমির হামজা নান্নু এবং ছাত্রদল কৃষক দল, ওলামা দল নেতৃবৃন্দ।