মোঃ আনিছ হামজা,মৌলভীবাজার উপজেলা প্রতিনিধি।।
শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ বছরের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য ছিল — “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি”।
যার নীতি, নৈতিকতা ও সততা রয়েছে, তিনিই প্রকৃত গুণী শিক্ষক। শিক্ষকরাই জাতি গঠনের কারিগর এবং সমাজের আলোকবর্তিকা।
অনুষ্ঠানে গুণী শিক্ষকবৃন্দ তাদের অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করেন এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের অগ্রণী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গুণী শিক্ষকবৃন্দকে সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।