পুলিশের অভিযানে উদ্ধার ডাকাতি সরঞ্জাম ও পিকআপ ভ্যান
কল্লোল আহমেদ, লালমনিরহাটঃ লালমনিরহাটে ডাকাতির প্রস্তুতিকালে তিন সদস্যের একটি ডাকাত চক্রকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৫ অক্টোবর ২০২৫) ভোররাতে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকার সোনার দিঘীর পাড় সংলগ্ন কাঁচা রাস্তা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম এর দিকনির্দেশনায় লালমনিরহাট সদর থানার এসআই (নিঃ) মোঃ জুয়েল চৌধুরী সঙ্গীয় অফিসারদের নিয়ে রাত ১টা ৫ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন
১️। মোঃ বেল্লাল হোসেন (৪১), পিতা- মোঃ কালাই সিকদার, সাং- হারবাইত, থানা- জয়দেবপুর, জেলা- গাজীপুর।
২️। মোঃ অশিদ মিয়া (২৭), পিতা- মোঃ ইসাহাক মিয়া, সাং- গোয়ালকান্দি, থানা- তারাকান্দা, জেলা- ময়মনসিংহ। ৩️। মোঃ সোহাগ ইসলাম (২০), পিতা- মোঃ সাইদুল ইসলাম, সাং- দুরাকুটি, থানা ও জেলা- লালমনিরহাট।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আরও ৪-৫ জন ডাকাত পালিয়ে যায়।
অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে—
একটি লোহার হাতলযুক্ত লাল রঙের বোল্ট কাঁটার মেশিন একটি লোহার পাইপ কাঠের হাতলযুক্ত ছোরা ও হাসুয়া চারটি নাইলনের রশি একটি বড় সাদা কস্টেপ একটি লাল-সবুজ গামছা একটি itel বাটন মোবাইল ফোন একটি সবুজ রঙের ব্যাটারিচালিত অটোরিকশা একটি নীল রঙের ৬ চাকাবিশিষ্ট পুরাতন ব্যবহৃত পিকআপ ভ্যান। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মামলা নং-১১, জিআর নং-৫৯১, তারিখ ০৫ অক্টোবর ২০২৫, ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড, ১৮৬০ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান,
ডাকাত দলের আরও সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।