মোঃ মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালীগঞ্জে ড্রাম ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৯ টার দিকে টঙ্গী–ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি,তবে নিহত একজন ময়মনসিংহ জেলা তারকান্দা এলাকার শুক্কুর মাহমুদ এর ছেলে আবু তালেব। আহতরা হলেন—সিরাজগঞ্জের হাফিজুর (৪০), তার স্ত্রী ছালমা বেগম (৩৫) এবং চার বছর বয়সী ছেলে তামিম। তারা সফিপুর থেকে সিএনজি অটোরিকশায় করে কালীগঞ্জ হয়ে নরসিংদী যাচ্ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদীগামী সিএনজি অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাকসুদুল কবির নকিব বলেন, “দুর্ঘটনায় দুজন মারা গেছেন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহত তিনজনকে গাজীপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর রাত ১১টার দিকে একই স্থানে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে সিএনজি চালিত অটোরিকশা ধাক্কা দিলে পাঁচ যাত্রী নিহত হয়েছিলেন।