মোঃ নুরুজ্জামান ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা।।
সমাজে অনেক শিক্ষিত মানুষ আছে যারা সমাজ বা রাষ্ট্রকে কিছু দিতে চায় না তারা সব সময় নিজেরটা চিন্তা করে। এক শ্রেণির শিক্ষিত মানুষ সব সময় নিজেকে রিজার্ভ রেখে চলতে চায়,নিজের মধ্যে সব গুছিয়ে রেখে একটা চাকুরির সন্ধ্যান করে।
চাকুরি পেলেও চাকুরির নিদিস্ট গণ্ডির বাইরে যেতে চান না।
যে সমাজের শিক্ষিত মানুষজনের মাধ্যমে সমাজে বা রাষ্ট্রে শিক্ষা, সংস্কৃতি,খাদ্য,বাসস্থান,বস্ত্র ও চিকিৎসায় যদি কোন প্রভাব না থাকে তাহলে সে শিক্ষার কোন মূল্যই নেই।
আমরা যারা সমাজ বা রাষ্ট্রে শিক্ষিত মানুষ আছি।
আমাদের কাজ হলো সমাজের পিছিয়ে পরা বা অনগ্রসর মানুষদের অগ্রসর করার বা পথ দেখাবার জন্য চেস্টা করা।
এমনই একজন উদ্যোক্তা বালিয়াডাংগীর ফারুক হাসান।
ফারুক হাসান একজন মেধাবী ছাত্র।পাশাপাশি সে নিজেকে জনগণের জন্য ভালো কিছু করতে চাই।
পাশাপাশি সামাজিক ও মানবিক মানুষ হিসেবে সে নিজেকে নিয়োজিত রাখার চেস্টা করে।
ঠাকুরগাঁও-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ফারুক বলেন”
গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মোঃ ফারুক হাসান বলেন”
জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে তিনি বালিয়াডাঙ্গী ও রাণীশংকৈল নিয়ে গঠিত ঠাকুরগাঁও-২ আসনকে উন্নয়নের রোল মডেলে রূপান্তর করবেন।
বালিরানী পৌরসভা ঘোষণা
বালিয়াডাঙ্গী ইউনিয়নকে পৌরসভায় রূপান্তর করা।
উন্নত স্বাস্থ্যসেবা বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক হাসপাতালে রূপান্তর করা।
মডেল উপজেলা’ বালিয়াডাঙ্গী উপজেলাকে একটি পরিকল্পিত মডেল উপজেলায় উন্নীত করা।
মাদকমুক্ত সমাজ’ মাদকবিরোধী কার্যকর পদক্ষেপের মাধ্যমে নিরাপদ পরিবেশ গড়ে তোলা।
তিনি বলেন’ এই লক্ষ্য বাস্তবায়নই হবে আমার অঙ্গীকার।