1. dainiklalmoniralolive@gmail.com : দৈনিক লালমনির আলো : দৈনিক লালমনির আলো
  2. info@www.dainiklalmoniralo.live : দৈনিক লালমনির আলো :
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
জামায়াত নেতার কড়া বক্তব্যে সমালোচনার ঝড় কালীপূজা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ৩ দিন বন্ধঃ তিনিই নেতা-তিনিই সরকার-এমন দাবিতে এলাকায় দাপট দেখানো শ্রমিকদল নেতা ইয়াবাসহ আটক বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশের বিরুদ্ধে হয়রানি ও ঘুষ গ্রহনের অভিযোগ তিস্তায় বালু উত্তোলন, একজনের কারাদণ্ডঃ গাজীপুরে অর্থ আত্মসাধ মামলায় আত্মসমর্পণ করে বিএনপি নেতা ও সাবেক নির্বাহী প্রকৌশলীসহ তিনজন কারাগারে পাটগ্রামে অবৈধ বালু উত্তোলনে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব ম্যানেজার উধাও,১ কোটি ৪২ লাখ টাকার দূর্নীতি,আনসার ভিডিপি ব্যাংক সেনবাগ শাখায় পূবাইলে কৃষি জমি ও পুকুর বালি ভরাটের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে আলেম সমাজের সংবাদ সম্মেলন

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দুই হিন্দু মেয়ের ইসলাম ধর্ম গ্রহণকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনাবলীর প্রেক্ষিতে, নাগেশ্বরী উপজেলার বাসিন্দা মুফতি ফেরদৌস এর বাড়িতে পুলিশের অভিযানে বয়স্ক মহিলাদের পর্দার খেলাপ ও গভীর রাতে হেনস্থার প্রতিবাদে স্থানীয় আলেম সমাজ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২ ঘটিকায় নাগেশ্বরী পৌর শহরের বাসষ্টান্ড মসজিদের ২য় তলার ক্যাডেট মাদ্রাসায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আলেম সমাজের প্রতিনিধি হিসেবে মুফতি আতাউর রহমান বিক্রমপুরী।

ঘটনার শুরু হয় প্রাপ্ত বয়স্ক দুই মেয়ের ইসলাম ধর্ম গ্রহণের জন্য। লালমনিরহাট আদালতে এফিডেভিট এর মাধ্যমে তারা স্বেচ্ছায়, সজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

সাংবাদিকরা জানতে চান, ফেরদৌস সাহেবের বাসায় পুলিশ প্রশাসনের পাশাপাশি ইসকন সদস্যদের ২৫-৩০ জন হামলা করেছে,এ দাবি কতটুকু সত্য? জবাবে তিনি বলেন, আমি পুলিশের সঙ্গে হাতে লাল সুতা বাঁধা সিভিল পোশাকধারী লোকজনকে দেখেছি। অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মুফতি আতাউর রহমান বিক্রমপুরী বলেন, চলমান ঘটনাকে কেন্দ্র করে আমরা আপাতত কোনো কর্মসূচি দিচ্ছি না। বিশেষ করে দুর্গাপূজা উপলক্ষে আমরা চাই হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব সুন্দরভাবে সম্পন্ন হোক। তবে এর মধ্যে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে কিংবা পূজা মণ্ডপে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায়, তার দায়ভার আমরা নেব না।

তিনি আরও বলেন, আমরা শান্তিপূর্ণভাবে বিষয়টির সমাধান চাই। তবে দুর্গাপূজা শেষে যদি ঘটনার সুষ্ঠু সমাধান না হয়, তাহলে আমরা বাধ্য হবো আন্দোলনের ডাক দিতে।

সংবাদ সম্মেলনে নাগেশ্বরীর বিভিন্ন মাদরাসার মুহতামিম ও শীর্ষ আলেমগণের মধ্যে ছিলেন-
মাও. মো. আমিনুল ইসলাম, মুহতামিম, জামিয়া হামিউস সুন্নাহ্ কেরামতিয়া মাদরাসা, নাগেশ্বরী, কুড়িগ্রাম,মুফতি আব্দুল হান্নান, মুহতামিম, চন্ডিপুর কওমী মাদরাসা, নাগেশ্বরী, কুড়িগ্রাম,মাও. সিরাজুল ইসলাম, সান্জুয়ারভিটা কওমী মাদরাসা, নাগেশ্বরী, কুড়িগ্রাম,মাও. শহিদুল ইসলাম, মুহতামিম, খাতুনে জান্নাত মহিলা মাদরাসা, নাগেশ্বরী, কুড়িগ্রাম,মাও. আতাউর রহমান, সেক্রেটারী, আযাদী আন্দোলন বাংলাদেশ,মাও. ফেরদৌস, বিশিষ্ট দায়ী, মুহতামিম, সাবিলুর রশাদ মাদরাসা, নাগেশ্বরী, কুড়িগ্রাম,আব্দুল মাজিদ, মুহাদ্দিস, জামিয়া হামিউস সুন্নাহ্ কেরামতীয়া কওমী মাদরাসা, নাগেশ্বরী, কুড়িগ্রাম,মুফতি নজরুল ইসলাম, মনিরচর কওমী মাদরাসা, নাগেশ্বরী, কুড়িগ্রাম,মো. হয়রত আলী, মুহতামিম, তেলিয়াণী পাড়া মাদরাসা, নাগেশ্বরী, কুড়িগ্রাম।

সংবাদ সম্মেলনে উপস্থিত আলেমরা বারবার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং একই সঙ্গে ধর্মীয় উৎসবের সময় কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটাতে সবাইকে সতর্ক থাকতে বলেন। তবে একই সঙ্গে তারা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন, সেই সঙ্গে কুড়িগ্রাম জেলা পুলিশের এসপি পুলিশ সুপার মোঃ মাহফুজুর,নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ, রাজারহাট থানার অফিসার ইনচার্জ সহ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের স্থায়ী বহিস্কার দাবী করেন।

এর আগে কুড়িগ্রামে চিলমারী উপজেলায় পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের নির্দেশে এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও-ছবি মুছে ফেলার অভিযোগও রয়েছে।

তথ্য জানতে যোগাযোগ করেন আমাদের প্রতিনিধি পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমানের সাথে তিনি জানান মুফতি ফেরদাউস এর বাসায় অভিযানের বিষয়ে নাগেশ্বরী থানার ওসি আমাকে না জানিয়ে অভিযান পরিচালনা করায় ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এর কিছুক্ষণ পর আবার তিনি জানান মেয়ে দুটি বলুক কোথায় আছে তাহলে সব ,,, অথচ আগে তিনি বলেছেন কিছুই জানেন না। আবার কিছুক্ষণ পর তিনি whatsapp এর সব মেসেজ ডিলিট করে দেন।

আলেম সমাজের দাবি কুড়িগ্রামের পুলিশ সুপার সবকিছুই জানেন তিনি এই অভিযানের মাস্টারমাইন্ড। ২৪ এর আন্দোলনের পরেও আলেমদের বাড়িতে হামলা অফিসে ডেকে নিয়ে অপমান এত সাহস তিনি কোথায় পান। এবং মামলা করতে চাইলে সারারাত থানায় বসিয়ে রেখে মামলা গ্রহণ না করা। আলেমদেরকে ভয়-ভীতি দেখানো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট