নিজস্ব প্রতিবেদকঃ
২৬ শে (সেপ্টেম্বর২৫) শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে জুলাই সনদের আইনি স্বীকৃতি এবং আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে ভোট আয়োজনের দাবি জানিয়েছে দলের নেতারা।
বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মৌলভী মোঃ আজহারুল ইসলাম।
তিনি বলেন,‘দেশ যখন অন্যায়, খুন-খারাবি ও বৈষম্যে জর্জরিত ছিল তখন ছাত্র-জনতা রক্ত দিয়ে এদেশকে উদ্ধার করেছে। যদি কোনো মহল চাপ প্রয়োগ করে প্রধান উপদেষ্টাকে সংস্কারের আগে নির্বাচনের ঘোষণা দিতে বাধ্য করে। তবে আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি-সংস্কার ছাড়া পূর্বের নিয়মে নির্বাচন হতে দেয়া হবে না।’
তিনি বলেন, বিগত ৫৪ বছরে প্রচলিত নির্বাচনী ব্যবস্থায় শান্তি আসেনি। বরং কালো টাকা, মাস্তানি ও সন্ত্রাসের দৌরাত্ম্য বেড়েছে। বিশ্বের বহু দেশ আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির মাধ্যমে এই সংকট কাটিয়ে উঠেছে। তাই বাংলাদেশেও পিআর পদ্ধতির নির্বাচন চালু করাই সময়ের দাবি।
সমাবেশে সভাপতিত্ব করেন হাফেজ মৌলভী মোঃ আজহারুল ইসলাম
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ গাজী রমজান ।
তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সন্ত্রাসী, টেন্ডারবাজ ও কালোটাকার মালিকরা নির্বাচনী রাজনীতি থেকে বাদ পড়বে এবং জনগণের ভোটাধিকার সুরক্ষিত হবে।
গাজী বলেন, বিদ্যমান পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। তাই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হলে পিআর পদ্ধতিই একমাত্র সমাধান।
আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সেক্রেটারী ডঃ মশিউর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি মুফতী ফজলুল করিম শাহারিয়ার প্রমুখ।
বিক্ষোভ মিছিলে দলটির উপজেলা ও ইউনিয়নের হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলটি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।