এবি সিদ্দিক, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি।।
পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় পার্টিকে নিষিদ্ধসহ পাঁচ দফা দাবিতে পাটগ্রামে জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামায়াতের ডাকে পাটগ্রাম টিএন স্কুল এন্ড কলেজ মাঠে সমাবেশটি অনুষ্ঠিত হয়। পাটগ্রাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ শোয়াইব আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারী মনোয়ার হোসেন লিটনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন পাটগ্রাম-হাতীবান্ধা ০১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু। অন্যান্যদের মধ্যে লালমনিরহাট জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক আতাউর রহমান, পাটগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর কাজী আবুল কালাম আজাদ, পাটগ্রাম পৌর জামায়াতের আমীর সোহেল রানা, জামায়াত নেতা একরামুল হক, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি খোরশেদ আলম, সাবেক শিবির নেতা আনিছুর রহমান, ব্যবসায়ী নেতা ফজল মাহমুদসহ অনেকে উপস্থিত ছিলেন। বক্তারা এসময় যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদসহ ৫ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হতে দেবে না এবং অংশ নেবে না বলে ঘোষণা দেন।