মোঃ নুরুজ্জামান ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি।।
জানা গেছে ঢাকায় কর্মরত পুলিশ কনস্টেবল নিঝুম উদ্দিন ছুটি নিয়ে এসে কবরস্থানের পাশে বসে থাকা বৃদ্ধা মালেকা বেগমের স্বামী ও ভাসুরের কবর খুঁড়ে কঙ্কালসহ বাঁশ কেটে সেখানে গাছ রোপণ করেন।
এই ঘটনার পর বৃদ্ধা মালেকা বেগম গভীর শোক ও অসহায়তায় কবরের পাশে বসে কান্নায় ভেঙে পড়েন।
স্থানীয়রা অভিযোগ করেছেন
ক্ষমতা ও প্রভাব খাটিয়ে ধর্মীয় অনুভূতির প্রতি চরম অবমাননা করেছেন নিঝুম উদ্দিন।
এই ঘটনার তীব্র নিন্দা ও দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ঘটনাটি সামাজিকভাবে চরম ক্ষোভের জন্ম দিয়েছে।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে যেন দ্রুত বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়।