নিজস্ব প্রতিবেদকঃ
'আদর্শিক ও নৈতিক মূল্যবোধ শিক্ষার অঙ্গীকার স্লোগানকে সামনে রেখে'
২৪ সালের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার প্রদান অনুষ্ঠান-২৫
মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) বিকেলে ইসলামীক ইন্টারন্যাশনাল স্কুল হল রুমে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামছুল হক মন্ডল শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল ইসলাম মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুল ইসলাম মন্ডল শুরুতেই বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান
তিনি বলেন, তোমরা আগামী দিনের দেশ গড়ার কারিগর আরো মন দিয়ে পড়াশোনা করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামীক ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক প্রভাষক মোঃ মাহিবুর রহমান
বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা ছাত্রদের লেখা পড়ার বিষয়ে যথেষ্ট পরিশ্রম করছি ভালো কাজের প্রতিদান ভালো কাজ ছাড়া আর কি হতে পারে।
বৃত্তি প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহ লালমনিরহাট রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা, ইসলামীক ইন্টারন্যাশনাল স্কুল বসুন্ধরা, ইসলামীক ইন্টারন্যাশনাল স্কুল রেলওয়ে স্টেশন রোড শাখা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামসুল হক মন্ডল শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠানসমূহের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শিক্ষিকা এবং বৃত্তি প্রাপ্ত ছাত্রছাত্রীদের অভিভাবক বৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : জিল্লুর রহমান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত