কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি।।
লালমনিরহাটের হাতীবান্ধায় অটোরিকশা চালক রায়ফুল ইসলাম ওরফে পিস্তল হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন এলাকা থেকে র্যাব-১৩ ও র্যাব-০৪ এর চৌকস টিম যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত আসামি হলেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর দলগ্রাম এলাকার মো. আইয়ুব আলীর ছেলে মো. মাহফুজার রহমান মামুন (৪২)।
র্যাব জানায়, হত্যাকাণ্ডের পর থেকে তারা গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিল। অবশেষে আধুনিক প্রযুক্তি ও তথ্য-উপাত্তের সহায়তায় মামলার প্রধান আসামিকে শনাক্ত করে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রেফতার করা সম্ভব হয়। পরে তাকে আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ২০ আগস্ট হাতীবান্ধার ভেলাগুড়ি ইউনিয়নের সতী নদীর তীরে অটোরিকশা চালক রায়ফুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন এবং ধরা পড়া এড়াতে রাজধানীতে অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : জিল্লুর রহমান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত