আব্দুস সামাদ, বিশেষ প্রতিনিধি।।
লালমনিরহাটের পাটগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে বুড়িমারী হাসর উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৮ নং বুড়িমারী ইউনিয়ন শাখার আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরই আলম সিদ্দিক এর সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হারুন অর রশিদ এর সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটি বিএনপির সদস্য আলহাজ্ব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব সফিকার রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বুড়িমারী ইউনিয়ন বিএনপির প্রধান সমন্বয়ক শওকত হায়াত প্রধান বাবু।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িমারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল, বুড়িমারী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি হামিদুল ইসলাম, বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ, বুড়িমারী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান।
স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পাটগ্রাম উপজেলা শাখার আহবায়ক একরামুল হক কিরন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরশ উল আজম বসুনিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, যুগ্ম আহবায়ক শ্রী জগন্নাথ রায়, যুগ্ম আহবায়ক মোস্তাকিন হোসেন, যুগ্ম আহবায়ক আনিফুজ্জামান আনিফ।
এছাড়াও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গ -সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।