আব্দুস সামাদ, বিশেষ প্রতিনিধি।।
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার আজ
রবিবার (৭ সেপ্টেম্বর) উপজেলার কুচলিবাড়ী চাতরার পাড় শিংগীমারী এলাকায় নদীর পাড়ে অভিযান পরিচালনা করেন পাটগ্রাম উপজেলা নিবার্হী অফিসার উত্তম কুমার দাশ।
প্রশাসন সূত্রে জানা গেছে, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলন আইন ২০১০ এর ৪ ধারা লংঘন করে বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছিলেন উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের চাতরারপাড়ের শিংগিমাড়ী নদীর পাড়ে সেলিম আহমেদ (৩২)পিতা সাহার উদ্দিন ও শাফিউল ইসলাম( ২২) পিতা মফিজুল ইসলাম পান বাড়ী কুচলিবাড়ি এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে পনের দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এবং এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও উওম কুমার দাস।
অভিযানে পাটগ্রাম থানার এক এসআই হাসান এর নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।