নিজস্ব প্রতিবেদকঃ
শনিবার (৬ই সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকা হতে বিকেল ৩ ঘটিকা পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট সদর উপজেলা শাখার উদ্যোগে সংসদীয় আসন-৩ এর দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মৌলভী মোঃ আজহারুল ইসলাম।
তিনি বলেন, বর্তমানে দেশ একটি গভীর সংকটের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। এ পরিস্থিতিতে ইসলামী আন্দোলনের প্রতিটি দায়িত্বশীল কর্মীকে ইসলামী আদর্শে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। আমাদেরকে দেশ গঠনে অগ্রনী ভুমিকা রাখতে হবে। দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে দক্ষ ও খোদাভীরু নেতৃত্বের কোন বিকল্প নেই। আর সেই নেতৃত্ব ইসলামী আন্দোলনকেই তৈরি করতে হবে।
তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট সংসদীয় আসন-৩ এর নেতাকর্মীদেরকে গণ দাওয়াতের মাধ্যমে প্রত্যেক পাড়ায়-মহল্লায় মানুষের ঘরে ঘরে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে হবে। মানবতার সেবা ও ব্যাপকভাবে সামাজিক কার্যক্রমের মাধ্যমে জনগণকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতলে সম্পৃক্ত করে গণভিত্তি অর্জনের জন্য প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সেক্রেটারী আলহাজ্ব মোঃ মোকছেদুল ইসলাম এমপি পদপ্রার্থী সংসদীয় আসন-৩
তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটি জনশক্তিকে সর্বক্ষেত্রে যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে। এজন্য পড়াশোনা ও তারবিয়াতের বিকল্প নেই। ভাসাভাসা জ্ঞান নিয়ে নেতৃত্ব দেওয়া যায় না। এইদিন শেষ হয়ে গেছে। জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।
সর্বোপরি আমরা আল্লাহর গোলাম হিসেবে আমাদেরকে কুরআন ভালোভাবে জানতে হবে এবং তা সমাজ ও রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালাতে হবে। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করেছিলেন বাংলাদেশের বুকে সেই একই আদর্শ প্রতিষ্ঠার কাজ ইসলামী আন্দোলন বাংলাদেশ করে যাচ্ছে ।
আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ গাজী রমজান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট সদর উপজেলা শাখার সেক্রেটারি মোঃ আলতাফ মাহমুদ ও সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলাম
লালমনিরহাট সদর উপজেলা ও ৯ টি ইউনিয়নের দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।