এবি সিদ্দিক, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি।।
ডাকসু নির্বাচনে শিবিরের পক্ষে মেয়েদের অংশগ্রহণ বিতর্কে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন – জামায়াতে ইসলামী নারীদের অন্তর্ভুক্ত করলে অনেকে হিজাব, ইসলামকে টেনে আনে আবার অন্তর্ভুক্ত না করলে বলে জামায়াত খুব রক্ষণশীল দল। আর ছাত্রশিবির ছাত্রদের প্রতিনিধিত্ব করবে। সুতরাং সামগ্রিক চিন্তা করে তাদের প্যানেলে মেয়েরাও প্রতিনিধিত্ব করছে। এটা ছাত্রশিবির ভালো করেছে বলেও মত দেন জামায়াত নেতা আব্দুল হালিম।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাটের পাটগ্রামে জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখার উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এর আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের মনে করতে হবে মাওলানা নিজামী, মাওলানা সাঈদীর রক্তের প্রতীক হলো দাঁড়িপাল্লা। এই দাঁড়িপাল্লার সঙ্গে আমাদের নেতৃবৃন্দের রক্তের স্বাক্ষী নিহিত আছে। দাঁড়িপাল্লার সাথে গোলাম আযমের স্মৃতি রয়েছে। জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। আমরা সর্বদা নির্বাচনের জন্য প্রস্তুত তবে নির্বাচনের জন্য লেভেলপ্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। বাংলাদেশের ৪কোটি তরুণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। যারা মনোনয়ন বানিজ্য করে তারাই শুধু পিআর পদ্ধতি বুঝেন না। এসময় তিনি লালমনিরহাট -১ আসনে আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজুকে বিজয়ের লক্ষ্যে উপস্থিত নেতা-কর্মীদের নিরলস কাজ করার আহবান জানান।
উপজেলা জামায়াতের আমীর হাফেজ শোয়াইব আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারী মনোয়ার হোসেন লিটন’র সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ আজিজুর রহমান সরকার, লালমনিরহাট জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট আবু তাহের, লালমনিরহাট-১ আসনে সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু, সাবেক জেলা আমীর অধ্যাপক আতাউর রহমান, জেলা নায়েবে আমীর হাবিবুর রহমান, জেলা সেক্রেটারী ও লালমনিরহাট -২ আসনে সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, জেলা সহ সেক্রেটারী হাফেজ শাহা আলম, পাটগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর কাজী আবুল কালাম আজাদ, শিবিরের জেলা সভাপতি আশরাফুল আলম সালেহী, পাটগ্রাম পৌর জামায়াতের আমীর সোহেল রানা, উপজেলা জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ আরও অনেকে।