আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলার কালীগঞ্জে তিস্তা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন বিদেশফেরত শিক্ষার্থী মেহেদি হাসান মুহিদ। মঙ্গলবার দুপুরে উপজেলার বিনবিনিয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার কাশীরাম গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
জানা গেছে, তিন বন্ধুকে নিয়ে নদীতে গোসলে নামেন মুহিদ। একপর্যায়ে হঠাৎ গভীর পানিতে তলিয়ে যান তিনি। তার বন্ধুরা তীরে উঠতে সক্ষম হলেও মুহিদ আর উঠে আসেননি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি। এ কারণে রংপুর থেকে ডুবুরি দল ডাকা হয়েছে।
স্থানীয়রা জানান, মেহেদি হাসান মুহিদ সম্প্রতি চীনের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে দেশে ফিরেছেন। প্রবাসফেরত এই তরুণ শিক্ষার্থীর এমন অকাল নিখোঁজে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার শরিফুল ইসলাম বলেন, সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করা হলেও মুহিদের সন্ধান মেলেনি। ডুবুরি দল পৌঁছালে আবারও উদ্ধার অভিযান চালানো হবে।
প্রকাশক ও সম্পাদক : জিল্লুর রহমান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত