ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি।।
সোমবার (১ সেপ্টেম্বর) যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় দীর্ঘ আন্দোলন-সংগ্রাম করে আসছে।
৪৭ বছরের এই পথচলা অনেক আত্মত্যাগ ও সাফল্যের ইতিহাস বহন করে।
সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ বিএনপির সকল শহীদ নেতাকর্মীদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দলীয় ঐক্য বজায় রেখে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন বেগবান করার আহ্বান জানান নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : জিল্লুর রহমান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত