1. dainiklalmoniralolive@gmail.com : দৈনিক লালমনির আলো : দৈনিক লালমনির আলো
  2. info@www.dainiklalmoniralo.live : দৈনিক লালমনির আলো :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে ৩৮০০ পিচ ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ও আরিফ গ্রেপ্তার পাটগ্রাম ও হাতীবান্ধার মানুষের প্রিয় মুখ ব্যারিস্টার হাসান রাজীব প্রধান নারীদের অন্তর্ভুক্ত করলে ইসলামকে টানে না করলে রক্ষণশীলঃ আব্দুল হালিম চৌধুরীরহাট যুবসংঘ” কতৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয় বিজিবির বিশেষ অভিযানে ইস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দঃ কালীগঞ্জে ইয়াবা ও গাজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন মৌলভীবাজার সাবেক জেলা জামায়াতের আমীর পলাশের ডাংগায় মোবারকের বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট পাটগ্রামে মৃত ব্যক্তির স্বাক্ষর জাল করে বিস্ফোরক লাইসেন্স নবায়ন বালিয়াডাঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মর্মান্তিক মৃত্যু

আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার: জেলা অডিটোরিয়ামে সুধী সমাবেশ ও মুক্ত আলোচনা

স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ রবিবার (৩১ আগস্ট) লালমনিরহাট জেলা অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর আহ্বানে অনুষ্ঠিত হলো-
“আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার” শীর্ষক সুধী সমাবেশ ও মুক্ত আলোচনা।

সমাবেশে জেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন। তারা উন্নয়ন, নদী রক্ষা আন্দোলন, গণমানুষের অধিকার ও সাংগঠনিক কার্যক্রমের নানা দিক নিয়ে খোলামেলা মতবিনিময় করেন।

অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন-
“আলোকিত লালমনিরহাট শুধু স্লোগান নয়, এটি আমাদের বাস্তব অঙ্গীকার। জনগণের অধিকার প্রতিষ্ঠা, নদীভাঙন রোধ এবং সামাজিক উন্নয়নের মধ্য দিয়েই আলোকিত লালমনিরহাট গড়ে উঠবে।”

তিনি আরও বলেন, তিস্তা নদী রক্ষা আন্দোলন শুধু লালমনিরহাটের নয়, বরং উত্তরাঞ্চলের জীবন-জীবিকার প্রশ্ন। এজন্য আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে।

সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। তাদের আলোচনায় উঠে আসে-

কর্মসংস্থান সৃষ্টি: বক্তারা বলেন, লালমনিরহাটকে আলোকিত করতে হলে শিল্পকারখানা, ইপিজেড ও ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।

শিক্ষা ও স্বাস্থ্যসেবা: বিনা খরচে মাদরাসা পর্যায়ে এমপিওভুক্তকরণ, আধুনিক হাসপাতাল, আইসিইউ ও নতুন যন্ত্রপাতি সংযোজনের দাবি তোলা হয়।

কৃষি ও নদী রক্ষা: তিস্তা ভাঙন রোধে দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণ ও কৃষির উন্নয়নে সরকারি সহায়তা বৃদ্ধির ওপর জোর দেন বক্তারা।

অবকাঠামো উন্নয়ন: বিমানবন্দর চালু, আধুনিক রেল সেবা ও নতুন শিল্প এলাকা গড়ে তোলার প্রস্তাব আসে।
সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি: যুবসমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করার পাশাপাশি সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলে যৌথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
বক্তাদের অভিমত
মোঃ রফিকুল ইসলাম ও তাজুল ইসলাম বলেন, দুলু ভাইয়ের নেতৃত্বে লালমনিরহাটবাসী উপকৃত হবে।

এস. এ. হামিদ বাবু, সভাপতি চেম্বার অব কমার্স, বলেন- “ব্যবসা-বাণিজ্যের প্রসারে ব্যাংক সুদের হার কমাতে হবে।”

দেলোয়ার হোসেন সরলী, সহকারী অধ্যাপক, বলেন- “বিমানবন্দর চালু হলে উত্তরাঞ্চলের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।”

মোঃ নজরুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর, স্থানীয় উন্নয়নের নানা দিক তুলে ধরেন।

সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও তরুণরা বলেন, গণতান্ত্রিক পরিবেশ ও সুশাসন নিশ্চিত করতে হবে।

আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ, সভাপতি ক্লিনিক মালিক সমিতি, তিনি বলেন, লালমনিরহাটে একটি আধুনিক আইসিইউ জরুরি প্রয়োজন।”

আয়োজকরা জানান, “আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার” কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে। সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে এটি একটি সামাজিক আন্দোলনে রূপ নেবে।

সভায় জেলার বিভিন্ন রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, পেশাজীবী ও তরুণ সমাজের প্রতিনিধিরা প্রাণবন্ত আলোচনায় অংশ নেন। আলোচনার সারমর্মে উঠে আসে-
“লালমনিরহাট হবে নদী রক্ষা, কৃষি উন্নয়ন, আধুনিক স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও গণতান্ত্রিক অধিকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট