1. dainiklalmoniralolive@gmail.com : দৈনিক লালমনির আলো : দৈনিক লালমনির আলো
  2. info@www.dainiklalmoniralo.live : দৈনিক লালমনির আলো :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে ৩৮০০ পিচ ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ও আরিফ গ্রেপ্তার পাটগ্রাম ও হাতীবান্ধার মানুষের প্রিয় মুখ ব্যারিস্টার হাসান রাজীব প্রধান নারীদের অন্তর্ভুক্ত করলে ইসলামকে টানে না করলে রক্ষণশীলঃ আব্দুল হালিম চৌধুরীরহাট যুবসংঘ” কতৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয় বিজিবির বিশেষ অভিযানে ইস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দঃ কালীগঞ্জে ইয়াবা ও গাজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন মৌলভীবাজার সাবেক জেলা জামায়াতের আমীর পলাশের ডাংগায় মোবারকের বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট পাটগ্রামে মৃত ব্যক্তির স্বাক্ষর জাল করে বিস্ফোরক লাইসেন্স নবায়ন বালিয়াডাঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মর্মান্তিক মৃত্যু

কৌশলে ইউএনও’র স্বাক্ষরে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন মামুন

এবি সিদ্দিক, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

এবি সিদ্দিক, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি।।

পাটগ্রাম উপজেলা ভূমি অফিসে নাজির কাম-ক্যাশিয়ার হিসেবে কর্মরত আল মামুনের বিরুদ্ধে কৌশলে ইউএনও’র স্বাক্ষরে ভুয়া বিল তৈরি করে সরকারি কোষাগার থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি যোগদানের পর থেকে তিনি ভুয়া ব্যয়ের নথি তৈরি করে ইউএনও’র স্বাক্ষর নিয়ে এই অনিয়ম করে আসছিলেন বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, মামুন পাটগ্রামে কর্মরত থাকাকালীন ইউএনও নুরুল ইসলাম, জিল্লুর রহমান ও উত্তম কুমার দাশের সময়ে এই কৌশল অবলম্বন করেন। গত ১৩ মে রংপুর বিভাগীয় কমিশনারের আদেশে তাকে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে বদলি করা হলেও তিনি প্রভাব খাটিয়ে পাটগ্রামে থেকে যান এবং আরও তিন মাস ধরে ভুয়া বিল তৈরি করে টাকা তুলে নেন। এমনকি ৩ আগস্ট তাকে অবমুক্ত করার পরও তিনি তিন দিনের মধ্যে ৯টি ভুয়া বিল তৈরি করেন।

গত ৭ আগস্ট সোনালী ব্যাংক পাটগ্রাম শাখায় ১ লাখ ৩৩ হাজার ৯৬৫ টাকার ভুয়া বিল তুলতে গিয়ে সাংবাদিকদের উপস্থিতিতে মামুন পালিয়ে যান। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক তৌফিকুল ইসলাম সজিব পাটগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তিনি জানান, মামুন ব্যয়ের তথ্য চাওয়ায় তার মোবাইল কেড়ে নিয়ে হুমকি দেন।

মামুন অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো অনিয়ম বা সাংবাদিককে লাঞ্ছিত করিনি। দুর্নীতির বিষয়ে ইউএনও সব জানেন।” তবে ভূমি অফিসের একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, মামুন ইউএনওদের যোগসাজসে এবং ইউনিয়ন ভূমি অফিসের নামে ভুয়া বিল তৈরি করে টাকা হাতিয়ে নিয়েছেন।

পাটগ্রামের বর্তমান ইউএনও উত্তম কুমার দাশ বলেন, “মামুনের আর্থিক অনিয়ম ও দুর্নীতি প্রমাণিত হওয়ায় তাকে অবমুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। আশা করি, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় গভীর তদন্ত হলে আরও গুরুতর অনিয়ম প্রকাশ পেতে পারে বলে স্থানীয় সূত্র জানায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট