মৌলভীবাজার উপজেলা প্রতিনিধি।।
জুয়েল ছিনতাইয়ের উদ্দেশ্যে শ্রীমঙ্গল থেকে এরকম কোনো দোকান খুজছিলো যেখানে কাস্টমার বা দোকানে কর্মচারী কম। সে কুসুমবাগ থেকে হাটতে হাটতে শমসের নগর সিএনজি স্টেশনের কাছে এসো রুবেল (নিহত) এর দোকানে একা দেখতে পেয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে প্রথমে ছুরিকাঘাত করে কিন্তু রুবেল আত্নরক্ষার চেষ্টা করলে সে একাধারে ১৫ বার চুরি দিয়ে আঘাত করে। এবং পরে ব্যবসায়ী রুবেল কে সদর হাসপাতাল থেকে সিলেট নিয়ে যাওয়ার পথে মারা যান।
স্বীকার উক্ষিতে সে জানায় ২ দিন আগেও সে একটা জুয়েলার্সের দোকানে (সাইফুর রহমান রোডে) ছিনতাইয়ের চেষ্টা চালায় কিন্তু সেখানে কাস্টমার বেশি থাকায় ব্যর্থ হয়